পিত্রোদার 'চিনা-আফ্রিকান' মন্তব্যের জবাবে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তেলঙ্গনার ওয়ারাঙ্গলের এক নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী এই ইস্যুতে রাহুল গান্ধীকে টেনে এনে আক্রমণ শানালেন কংগ্রেসকে। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের উদাহরণ তুলে ধরে কংগ্রেসকে 'বর্ণবাদী' আখ্যা দেন মোদী। (আরও পড়ুন: তৃতীয় দফায় বাংলার ৪ আসনের 'হার', ২০১৯ ও ২০২১'র তুলনায় কেমন হল ২০২৪'র ভোট?)
আরও পড়ুন: ৩ দফায় ভোট হল ২৮৩ আসনে; হাফটাইমে সম্ভাব্য ফল নিয়ে উঠছে দাবি, পালটা দাবি
এই নিয়ে আজ মোদী বলেন, 'আমি অনেক ভাবছিলাম... দ্রৌপদী মুর্মুর খুব সুনাম আছে এবং তিনি আদিবাসী পরিবারের মেয়ে, তাহলে কেন কংগ্রেস তাঁকে হানানোর জন্য এত চেষ্টা করছে। কিন্তু আজ আমি কারণটি জানতে পেরেছি। আমি জানতে পারলাম আমেরিকায় একজন চাচা আছেন যিনি 'শাহজাদা'-এর দার্শনিক গাইড। ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতো এই 'শাহজাদা' থার্ড আম্পায়ারের পরামর্শ নেন। এই দার্শনিক চাচা বলেন, যাদের চামড়া কালো তারা আফ্রিকার। এর মানে এই যে আপনি দেশের বেশ কিছু মানুষকে তাদের গায়ের রঙের ভিত্তিতে গালাগালি করছেন।' (আরও পড়ুন: কানাডায় খলিস্তানি নগরকীর্তনে 'জেলবন্দি মোদী', ট্রুডোর সরকারকে 'ধুয়ে দিল' ভারত)
আরও পড়ুন: 'ভারতকে গুরুত্ব সহকারে…', খলিস্তানি পান্নুনের হত্যা ছক কাণ্ডে 'সিরিয়াস' আমেরিকা
উল্লেখ্য, এই মাসের শুরুতে দ্য স্টেটম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারের একটি ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্যাম পিত্রোদাকে বলতে শোনা গিয়েছে, 'রাম মন্দির, ঈশ্বর, ইতিহাস, ঐতিহ্য, ভগবান, হনুমান, বজরং দল এবং সমস্ত ধরণের বিষয়কে কেন্দ্র করে একটি দৃষ্টিভঙ্গি ... আরেকটি গোষ্ঠী আছে যারা বলে যে আমাদের প্রতিষ্ঠাতা পিতা ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কোনও হিন্দু রাষ্ট্রের জন্য নয়, একটি ধর্মনিরপেক্ষ জাতির জন্য... আমরা বিশ্বে গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ। বিভিন্ন চেহারার মানুষ ভারতে মিলেমিশে বসবাস করে। আমরা ৭০-৭৫ বছর ধরে দেশে আছি। খুব আনন্দময় পরিবেশে এখানে বসবাস করি আমরা। কয়েকটি লড়াই বাদ দিয়ে লোকেরা একসাথে থাকতে পারে। আমরা দেশকে একত্রে ধরে রাখতে পেরেছি। ভারতের মতো বৈচিত্র্যময় দেশ - যেখানে পূর্বাঞ্চলের লোকেরা চিনাদের মতো, পশ্চিমের লোকেরা আরবিদের মতো, উত্তরের লোকেরা শ্বেতাঙ্গদের মতো এবং দক্ষিণের লোকেরা আফ্রিকানদের মতো দেখতে। এটা কোনও ব্যাপার নয়। আমরা সবাই ভাই-বোন।'
আরও পড়ুন: জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা বেজিংয়ের, ১৮ মাস পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চিন
এদিকে স্যাম পিত্রোদার মন্তব্যের দায় নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলল কংগ্রেস। এই নিয়ে শতাব্দী প্রাচীণ দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, 'ভারতের বৈচিত্র্যের বর্ণনা করার জন্য একটি পডকাস্টে স্যাম পিত্রোদা যে উপমাগুলি ব্যবহার করেছেন তা খুবই দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য। ভারতীয় জাতীয় কংগ্রেস এই উপমা থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করছে।' কয়েকদিন আগেই উত্তরাধিকার কর বসানোর দাবি তুলে বিতর্ক সৃষ্টি করেছিলেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদা। কংগ্রেসের 'সম্পদ পুনর্বণ্টন' ইস্যু নিয়ে সেই দাবি তুলেছিলেন পিত্রোদা। সেই সময়ও কংগ্রেস স্যাম পিত্রোদার সেই দাবির থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল।