মাটিগাড়া-নকশালবাড়ি দার্জিলিং জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন রাজেশ সুনদাস। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন আনন্দময় বর্মণ। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কংগ্রেসের শংকর মালাকার।
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ২৫ নম্বর মাটিগাড়া-নকশালবাড়ি (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রটি মাটিগাড়া-নকশালবাড়ি সিডি ব্লক, অথারাখাই, চম্পাসারি, মাটিগাড়া-১, মাটিগাড়া-২, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতগুলি মাটিগাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। মাটিগাড়া-নকশালবাড়ি (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রটি ৪ নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ১৭ এপ্রিল মাটিগাড়া-নকশালবাড়িতে ভোটগ্রহণ।
২০১৬ সালের বিধানসভা নির্বাচন কংগ্রেসের শংকর মালাকার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অমর সিংকে পরাজিত করেছিলেন। শংকরবাবুর প্রাপ্ত ভোট ছিল ৮৬,৪৪১৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিংহ। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৬৭ হাজার ৮১৪৷ কংগ্রেসের শংকর মালাকার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিংকে ১৮,৬২৭ ভোটে পরাজিত করেছিলেন।২০১১ সালের বিধানসভা নির্বাচন কংগ্রেসের শংকর মালাকার তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের ঝাড়েন রায়কে পরাজিত করেছিলেন।