তা সে হোক না—অনুব্রতর গুড় বাতাসার টোটকা কিংবা চড়াম চড়াম ঢাকের আওয়াজ।মায় ‘খেলা হবে’ স্লোগান। ভোট যত এগোচ্ছে, ততই রাজনৈতিক দলের নেতারা কটাক্ষ—পাল্টা কটাক্ষে উড়িয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে। এতে রাজনৈতিক অসহিষ্ণুতা বাড়ছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।এবার অনুব্রত গড়ে গিয়ে তাঁকে বেনজির আক্রমণ করলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।বললেন, ‘ কেষ্টদা—র মুখের ভাষা নেড়ি কুকুরের ল্যাজের মতো!যদিও এর পাল্টা দিয়েছেন অনুব্রত মণ্ডল। শোভনকে কটাক্ষ করে অনুব্রত বলেছেন, ‘নোংরা লোক’।বাজে ছেলে। নিজের স্ত্রী-ছেলেকে দেখে না। অন্য মহিলার সঙ্গে থাকে।’
মঙ্গলবাব রামপুরহাটের রোড শোয় যোগদান করেন শোভন—বৈশাখী। সেখান থকেই তিনি হুঁশিয়ারি দেন, ‘নবান্ন খালি করতে হবে, শুধু সময়ের অপেক্ষা।’এর পরেই তিনি অনুব্রতকে আক্রমণ করে বলেন, ‘কেষ্টদার মুখের ভাষা নেড়ি কুকুরের ল্যাজের মতো। এক বার সোজা করে দেবেন, আবার বেঁকে যাবে।’ তিনি আরও বলেন, ‘বীরভূমে কেষ্টদাই তৃণমূলকে কবর দেওয়ার জন্য যথেষ্ট।’
নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনুব্রতও শোভনের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন। দলীয় মহিলা কর্মীদের এক কর্মসূচিতে যোগ দিয়ে শোভনের উদ্দেশে তাঁর বক্তব্য , ‘ও একটা নোংরা লোক। বাজে ছেলে। নিজের স্ত্রী-ছেলেকে দেখে না। অন্য মহিলার সঙ্গে থাকে। এ ছাড়া ওর ব্যাপারে আর কী বলব? এখানে অনেক মহিলারা রয়েছেন তা না—হলে, এমন কথা বলতাম যে, মুখ তুলে তাকাতে পারত না।’
এদিন রামপুরহাটের শ্রীফলা থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত রোড শো করেন শোভন-বৈশাখী। সেখানে গিয়ে শোভন বলেন, ‘হাজারে হাজারে মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বিজেপিকে অভিবাদন জানাচ্ছেন। তৃণমূলের ভবিষ্যৎ এখান থেকেই লেখা হয়ে যাচ্ছে।নবান্ন খালি করে দিয়ে চলে যেতে হবে। বাংলার সরকার থেকে তৃণমূলের চলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।’ শোভনের বক্তব্য, ‘আমরা ১০০ শতাংশ আশাবাদী যে, এরাজ্যে দু’শোরও বেশি আসন জিতে সরকার গড়বে বিজেপি।বীরভূমেও সম্ভবত ১১টি আসনই পাব আমরা।’