বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: চমক দিতে কপালে বরের নামের ট্যাটু! মহিলার কাণ্ডে হতবাক নেটপাড়া

Viral Video: চমক দিতে কপালে বরের নামের ট্যাটু! মহিলার কাণ্ডে হতবাক নেটপাড়া

কপালে বরের নাম খোদাই করলেন বেঙ্গালুরুর এই মহিলা

Viral Video: এটা ‘ও মাগো টুরু লাভ’ নয়, এটা আদতেই ‘ট্রু লাভ’! প্রকৃত ভালোবাসার প্রমাণ স্বরূপ স্বামীর নামে ট্যাটু করালেন ব্যাঙ্গালুরুর এক বাসিন্দা। কোথায়? তাঁর কপালে!

ভালোবাসলে মানুষ কত কীই না করে! প্রেমে পড়ে প্রেমিকের নাম থেকে বরের নাম অনেকেই হাতে বা শরীরের অন্য কোনও অংশে ট্যাটু করান। কিন্তু তাই বলে কপালে! বরকে চমক দিতে গিয়ে এমনই কিছু করে বসলেন বেঙ্গালুরুর এক যুবতী। আর তার সেই কপালে ট্যাটু বানানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এই ভাইরাল হওয়া ভিডিয়োটি পোস্ট করেছিলেন বেঙ্গালুরুর এক ট্যাটু আর্টিস্ট তথা তাঁর ট্যাটু পার্লার কিং মেকার ট্যাটু স্টুডিওর তরফে। ভিডিয়োতে দেখা যাচ্ছে এক মহিলা চেয়ারে বসে আছেন। আর তাঁর কপালে তাঁর স্বামীর নামে সতীশ লেখা একটা ট্যাটু করা হচ্ছে তাঁর কপালে। ট্যাটু আর্টিস্ট প্রথমে একটি কাগজে নামটি লিখে তাঁর কপালে ধরে দেখে নেন যে সাইজ ঠিক আছে কিনা। তারপর তিনি কাজ শুরু করেন। তাঁকে নিডিলের সাহায্যের ট্যাটু করতে দেখা যায়।

অন্যদিকে যখন অনেকেই ট্যাটু বানাতে গিয়ে ভয়ে সিঁটিয়ে যান তখন এই মহিলার হাবভাব দেখে বেশ আনন্দিত বলেই মনে হল। হবে নাই বা কেন, বরকে চমক দিতে চলেছেন যে! যদিও ট্যাটুর কাজ শুরু হলে মাঝে মধ্যে তাঁকে যন্ত্রণায় অস্বস্তি প্রকাশ করতে বা আর্টিস্টকে থামাতে দেখা যায়। এই ট্যাটু পার্লারের তরফে এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয় 'ট্রু লাভ।'

গত ১৮ মার্চ পোস্ট করা হয়েছে এই ভিডিয়ো। বর্তমানে এটির ভিউজ ১২.৫ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। পেয়েছে ২.৬ লাখ লাইক।

একাধিক ব্যক্তি এখানে মতামত জানিয়েছেন। একজন লেখেন, 'এই কারণে আমি সোশ্যাল মিডিয়ায় ডিসলাইক বাটন চাই।' আরেকজন লেখেন, 'এই কারণেই শিক্ষা জরুরি।' আরেকজন লেখেন, 'এটা কিছুই না স্রেফ বোকামি। সত্যিকারের ভালোবাসা এভাবে প্রমাণিত হয় না। সেটা ভালবাসা, আদর, যত্ন দিয়েই বোঝানো যায়।'

বন্ধ করুন