গদর ২ এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই সানি দেওলের নতুন ছবির কথা প্রকাশ্যে এল। সানি দেওল অভিনীত লাহোর ১৯৪৭ ছবিটির প্রযোজনা করবেন আমির খান। তিনি সদ্যই এই খবর প্রকাশ্যে এনেছেন। তবে তাঁকে এই ছবিতে তিনি অভিনয় করছেন না। কিন্তু ইটাইমসের খবর অনুযায়ী পুরোদমে অভিনয় না করলেও একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে প্রযোজক আমির খানের। প্রসঙ্গত লাহোর ১৯৪৭ ছবিটির পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী।
এই ছবির কথা ঘোষণা করে আমির খান ইনস্টাগ্রামে লেখেন, 'আমি এবং আমার আমির খান প্রোডাকশনের গোটা টিম অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আগামী ছবির নাম লাহোর ১৯৪৭। এখানে অভিনয় করবেন সানি দেওল এবং পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী।'
তিনি তাঁর পোস্টে আরও লেখেন যে, 'আমরা অত্যন্ত ট্যালেন্টেড সানি এবং পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আপনাদের সকলের আশীর্বাদ চাই।'
আরও পড়ুন: 'সবচেয়ে ভালো...' ভারতের জয়ের পরই রাহুলের প্রশংসা আথিয়ার, বিরাটকে নিয়ে কী লিখলেন অনুষ্কা?
আরও পড়ুন: একই ফ্রেমে অক্ষয়, শাহরুখ, অজয়, কোনও নতুন ভিলেনকে জব্দ করার চেষ্টা?
এই ছবিতেই ক্যামিও চরিত্রে দেখা মিলতে পারে আমির খানের। আপাতত এই ছবিটি নিয়ে এতটুকু তথ্যই পাওয়া গিয়েছে।
আমির খানকে শেষবার গত বছর লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল। সেটা টম হ্যাঙ্কসের অস্কারজয়ী ছবি ফরেস্ট গাম্প এর হিন্দি রিমেক ছিল। কিন্তু বক্স অফিসে ছবিটি একেবারেই মুখ থুবড়ে পড়ে। তারপর তাঁর স্প্যানিশ ছবি চ্যাম্পিয়নের রিমেক করার কথা ছিল। কিন্তু মিস্টার পারফেকশনিস্ট আচমকাই সিনেমা থেকে বিরতি ঘোষণা করেন। তিনি জানান তিনি তাঁর পরিবারকে এবার সময় দিতে চান, কারণ ছবিতে কাজ করলে তিনি পুরোপুরি সেটাই নিমজ্জিত হয়ে যান। তবে ছবিতে অভিনয় না করলেও প্রযোজনা করবেন বলেই জানান তিনি।