২০০৭ সালে মুক্তি পায় তারে জমিন পর। সেই ছবিতে আমির খানের সঙ্গে দেখা গিয়েছিল দর্শিল সাফারিকে। ছবিতে উঠে এসছিল ডিসলেক্সিয়ায় আক্রান্ত এক শিশুর গল্প, তার সমস্যা, সেখান থেকে মুক্তির কথা। একটু অন্য রকম এক শিশু এবং তার শিক্ষকের গল্প ভীষণ ভাবে দাগ কেটে যায় দর্শকদের মনে। বক্স অফিসে হিট করে সেই ছবি। তারপর মাঝে কেটে গিয়েছে ১৭ বছর এবার আসছে সিতারে জমিন পর। গত বছরই আমির খান এই ছবির ঘোষণা করেছিলেন। এবার জানা গেল এই ছবিতে ধরা পড়বে ডাউন সিনড্রোমের কথা।
সিতারে জমিন পর ছবিতে ডাউন সিনড্রোমের কথা
সূত্রের তরফে জানানো হয়েছে এই ছবিতে ডাউন সিনড্রোমের বিষয়ে দেখানো হবে। সূত্রের তরফে জানানো হয়েছে, 'তারে জমিন পরের মতোই আমাদের সমাজে আরও একটি বিষয় যা নিয়ে লোকজনের ভীষণই ভুল ধারণা আছে সেটা নিয়ে সচেতনতা ছড়ানো হবে সিতারে জমিন পর ছবিতে। এটি একটি মন কেমন করা ছবি হবে যেখানে ডাউন সিনড্রোমের বিষয়ে আলোকপাত করা হবে, যাঁরা এটির শিকার তাঁরা কিসের মধ্যে দিয়ে যান সেটাই তুলে ধরা হবে এখানে। খুব সেনসিটিভ ভাবে ব্যাপারটা হ্যান্ডেল করা হচ্ছে। এই ছবির মাধ্যমে দেখানো হবে যাঁরা ডাউন সিনড্রোমে আক্রান্ত তাঁরাও বাকি পাঁচজনের মতো ব্যবহার প্রত্যাশা করেন।'
আরও পড়ুন: অনন্তের একজন গডফাদার আছে, তাও আবার বলিউড তারকা! কে বলুন তো?
তবে এটা ছাড়া এখনও পর্যন্ত এই ছবির বিষয়ে আর কিছুই জানা যায়নি। তবে এই ছবিতে অভিনয় করবেন নাকি পরিচালকের আসনে থাকবেন না কেবল প্রযোজনার দায়িত্ব সামলাবেন আমির খান সেটা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে এই ছবিটি সব ঠিক থাকলে এই বছরের বড়দিনের সময় মুক্তি পাবে।
আরও পড়ুন: 'একটা মানুষ কুকুর হয়ে গেল...' রিসেপশনে মিডিয়া-ড্রাইভারদের অপমান! সাফাই দিয়ে কী বললেন শ্রীময়ী?
আমির খানকে শেষবার লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল। তবে বক্স অফিসে সেই ছবির ভরাডুবি হওয়ার পর থেকে তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন। তবে তাঁর প্রযোজনায় সদ্যই মুক্তি পেয়েছে লাপাতা লেডিজ। এই ছবিটির পরিচালনা করেছেন তাঁরই প্রাক্তন স্ত্রী কিরণ রাও।