আম আদমি পার্টি (AAP)-র নেতা রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতিকে ডিনার ডেটে দেখার পর থেকেই তাঁদের নিয়ে চর্চা অব্যাহত। একদিন ডিনার ডেট, তো পরদিনই আবার লাঞ্চ ডেট, ভিডিয়ো সামনে আসতে বেশ বোঝা যায় প্রেম জমে ক্ষীর। তাঁদের একসঙ্গে দেখেই প্রায় চোখ ছানাবড়া হয় নেট-নাগরিকদের। কিছুদিন আগে সংসদে ঢোকার মুখে এনিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাঘব চাড্ডাকে। লজ্জায় লাল আপ নেতার জবাব ছিল, ‘পরিণীতি নয়, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন…’ বিষয়টা নিয়ে পরিণীতি কিংবা রাঘব চুপ রয়েছেন বটেই, তবে তাঁদের সম্পর্কে সিলমোহর দিলেন রাজনীতিবিদ সঞ্জীব অরোরা। যিনি কিনা আবার রাঘব চাড্ডার সহকর্মীও বটে।
টুইটে পরিণীতি ও রাঘবকে নিয়ে পর্দা ফাঁস করেছেন সঞ্জীব অরোরা। হবু দম্পতিকে আশীর্বাদ করে লিখেছেন, ‘আমি রাঘব ও পরিণীতিকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিণীতি ও রাঘবের এই বন্ধন প্রেম ও আনন্দে ভরে উঠুক।’
রাজনীতিবিদ সঞ্জীব অরোরার এই টুইটের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, একজন লিখেছেন ‘ওঁরা না বললেও কেউ তো অন্তত বিষয়া নিশ্চিত করে জানালেন।’ কেউ লিখেছেন, ‘তাহলে বিয়েটা সত্যিই হচ্ছে।’ নেটপাড়ার অনেকেরই অনুমান রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বাগদানও হয়ে গিয়েছে।
এদিকে জানা যাচ্ছে, রাঘব চাড্ডা ও পরিণীতির সম্পর্ক নাকি কলেজে পড়ার সময় থেকেই। তাঁরা লন্ডনে একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে তখন ছিল বন্ধুত্ব, পরে সেটাই অন্য রূপ নেয়। তবে রাঘব-পরিণীতির ঘনিষ্ঠ সূত্র বলছে, খুব শীঘ্রই রোকা অনুষ্ঠান হতে চলেছে তাঁদের। তারপরই তাঁরা নিজের সম্পর্কের কথা নিয়ে প্রকাশ্যে মুখ খুলবেন। তবে বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তাঁরা। কয়েকদিন আগেই পরিণীতি চোপড়াকে দেখা গিয়েছিল ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে। জোর জল্পনা, বিয়ে এবং রোকা অনুষ্ঠানের পোশাক নির্বাচন করতেই পরিণীতি ডিজাইনারের কাছে গিয়েছিলেন।