বাংলা নিউজ > বায়োস্কোপ > Aaradhya Bachchan Birthday: মা-বাবার ‘রাজকন্যা’ আরাধ্যার বয়স হল ১২, ভালোবাসার বার্তা অভিষেক-ঐশ্বর্যর

Aaradhya Bachchan Birthday: মা-বাবার ‘রাজকন্যা’ আরাধ্যার বয়স হল ১২, ভালোবাসার বার্তা অভিষেক-ঐশ্বর্যর

আরাধ্যাকে জন্মদিনে শুভেচ্ছা অভিষেক ও ঐশ্বর্যর। 

দেখতে দেখতে ১২ বছরে পা রাখল আরাধ্যা। মেয়েকে ভালোবাসায় ভরিয়ে দিল অভিষেক আর ঐশ্বর্য। দেখুন তাঁদের সেই পোস্ট। 

বচ্চন পরিবারের ছোট্ট নাতনি আরাধ্যা পা রাখল ১২ বছরে। ছোট থেকেই ইন্টারনেট দুনিয়ায় ভীষণ জনপ্রিয় সে। মা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তুলনা হয় হামেশাই। এমনকী, এখনও মেয়ের হাত ছাড়েন না বিশ্বসুন্দরী। পরম যত্নে রাখেন আগলে। মা-এর মতো বাবা অভিষেকেরও নয়নের মণি আরাধ্যা। তাই তো জন্মদিনে ‘ছোট্ট রাজকন্যা’র ছবি শেয়ার করে জুনিয়র বচ্চন দিলেন আদুরে বার্তা।

ছবিতে থাকা আরাধ্যা তখন বছর দেড়েকের। পরে আছে সাদা ফ্রক। মাথায় সাদা হেয়ার ব্যান্ড। বাবার কোলে বসে বাবার মুখের দিকেই তাকিয়ে আছে। এদিকে অভিষেকও কিন্তু চোখ ফেরাননি মেয়ের থেকে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখলেন, ‘শুভ জন্মদিন আমার ছোট রাজকুমারী! আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি’।

আরও পড়ুন: ‘গরীব হলেই আসলে…!’, প্রসবের ৩ দিন পর থেকেই কিউকি-র শ্যুট শুরু করতে হয় স্মৃতিকে

আরাধ্যার খুদেবেলার ছবি দিলেন ঐশ্বর্যও। গোলাপি রঙের ফ্রক পরে আছে মেয়ে। পাশে জড়িয়ে ধরে আছেন মা। ক্যাপশনে লিখলেন, ‘আমি তোমাকে অসীমভাবে, নিঃশর্তভাবে ভালোবাসি আমার দেবদূত আরাধ্যা। তুমিই আমার জীবনের একমাত্র ভালোবাসা। তোমার জন্যই আমি নিশ্বাস নেই। ইশ্বর তোমাকে সবসময় আশীর্বাদ করুন। তুমি যেরকম সেরকই থেকো। তুমিই সবার সেরা…’

আরও পড়ুন: মিনমিনে টাইগারের গর্জন! পঞ্চম দিনে মাত্র ১১ কোটিতেই আটকে গেলেন সলমন, মোট আয় কত?

গত কয়েকমাস ধরেই খবর আসছে ঐশ্বর্য আর অভিষেকের বিচ্ছেদের। অভিনেত্রীর জন্মদিন, করবা চৌথ, দিওয়ালি-- কোনও অনুষ্ঠানেই আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এমনিতেও ঐশ্বর্যর সঙ্গে জয়া আর ননদ শ্বেতা বচ্চনের মধ্যে দূরত্ব বহুবারই এসেছে খবরে। সেই হিসেবে অমিতাভের অনেক ঘনিষ্ঠ তাঁর বউমা। 

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেছিলেন অভিষেক আর ঐশ্বর্য। ২০১১ সালে তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। আপাতত সে পড়াশোনা করছে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। সেখানকার অনুষ্ঠান থেকে প্রায়ই ছড়িয়ে পড়ে তার ছবি-ভিডিয়ো। আর মন জয় করে নেয় সকলের। 

কাজের সূত্রে, অভিষেক ও ঐশ্বর্যকে দেখা গিয়েছে উমরাও জান, গুরু, কুছ না কাহো এবং রাবনের মতো ছবিতে। রাই-সুন্দরীর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মনি রত্নমের পরিচালনায় ম্যাগনাম অপাস পন্নিয়িন সেলভান। আর অভিষেকের শেষ কাজ ঘুমর সিনেমায়। 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.