বাংলা নিউজ > বায়োস্কোপ > Sanjay-Zeenat-Zarine: গর্ভবতী স্ত্রীকে ছেড়ে জিনাত আমানের সঙ্গে পরকীয়ায় জড়ান সঞ্জয়,'অভিনেতার স্ত্রী হলে মেনে নিতে হয়'!

Sanjay-Zeenat-Zarine: গর্ভবতী স্ত্রীকে ছেড়ে জিনাত আমানের সঙ্গে পরকীয়ায় জড়ান সঞ্জয়,'অভিনেতার স্ত্রী হলে মেনে নিতে হয়'!

সঞ্জয়ের স্ত্রীর আজব যুক্তি!

স্ত্রী জারিন তখন সন্তানসম্ভবা। স্ত্রী, সন্তানদের ছেড়ে জিনাত আমানের সঙ্গে ঘর বেঁধে ছিলেন সঞ্জয় খান। সেই সম্পর্ক নিয়েই অকপট দুজনে। 

অভিনেতা-পরিচালক সঞ্জয় খানের সঙ্গে অভিনেত্রী জিনাত আমানের সম্পর্কের কথা কারুর অজানা নয়। ১২ বছরের দাম্পত্য সম্পর্ক, দুই সন্তান এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে জিনাত আমানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। জানা যায় বলিউডের ‘দম মারো দম’ গার্লকে বিয়ে করেছিলেন হৃতিক রোশনের প্রাক্তন শ্বশুর। সেই সময় জায়েদ খান, সঞ্জয়ের স্ত্রী জারিনের গর্ভে। এই সম্পর্ক নিয়ে সিমি গেরেওয়ালের শো 'রঁদেভু উইথ সিমি গেরেওয়াল'-এ প্রশ্নের মুখে পড়েন সঞ্জয় খান ও তাঁর প্রথম স্ত্রী জারিন। জুটির উত্তর আপনাকে বাকরুদ্ধ করতে পারে!

জিনাতের সঙ্গে সঞ্জয়ের বিয়ে মাস কয়েকের বেশি টেকেনি। ১৯৮০ সালে মুক্তি পায় ‘আবদুল্লা’। পরিচালক সঞ্জয়ের ওই ছবির নায়িকা ছিলেন জিনাত। একই বছরে জন্ম হয় জায়েদ খানের। ইতিমধ্যেই জিনাত আমান-সঞ্জয় খানের সম্পর্ক বিষিয়ে ওঠে, এবং প্রথম স্ত্রীর কাছে ফিরে আসেন সঞ্জয়। প্রায় দু-দশক পর সিমি গেরেওয়ালের শো-তে সঞ্জয়কে সঞ্চালিকাকে বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জিজ্ঞাসা করে ইতিবাচক উত্তর দেন। পাশ বসে থাকা স্ত্রী বলেন, ‘হয়েই থাকতে পারে’। সিমির প্রশ্নের জবাবে জারিন জানান, সেই সময় তিনি প্রেগন্যান্ট ছিলেন। এরপর সাফাই দিয়ে সঞ্জয় খান যোগ করেন, ‘আমি কাউকে এমন কিছু প্রমিস করিনি যা আমি পরিপূর্ণ করতে পারব না’।

এরপর জারিন হাসিমুখে বলেন, ‘আমি আমার স্বামীকে চিনি। হয়ত উনি কিছুটা পিছলে গিয়েছিলেন, তবে অভিনেতার স্ত্রী হিসাবে আপনাকে একটু তো ধৈর্য্য ধরতেই হবে। এবং আপনার মধ্যে সেই সাহস এবং নিশ্চয়তা থাকতে হবে যে উনি তোমার কাছে ফিরে আসবে’।

জিনাত আমানের সঙ্গে সঞ্জয়ের ঘনিষ্ঠতার জেরে তাঁদের বিয়ে ভাঙতে পারে এমন ভাবনা কোনওদিন মাথায় আসেনি তাঁর, জানান জরিন। পাশাপাশি আরও বলেন, জিনাত একা নন, বহু নারী তাঁর স্বামীর প্রতি আকৃষ্ট হত। কিন্তু ‘উনি আমারই ছিলেন’।

 

বায়োস্কোপ খবর

Latest News

মাঞ্চুরিয়ান থেকে বিরিয়ানি, ইন্টারনেটে ভাইরাল ইউনিক এই সিঙাড়াগুলি বহুতল থেকে ঝাঁপ, প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল আরোরা! কারণ নিয়ে ধন্দ পাকিস্তানের মাটি থেকে পাওয়া আত্মবিশ্বাসকে ভারতের মাটিতে কাজে লাগাতে চান লিটন দাস ১৬ টাকায় বিক্রি হচ্ছিল ডিম, ভারত রফতানি করতেই বাংলাদেশে দাম কমে হল ৭ টাকা সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর গুগল এবং অ্যাপল ইইউর বিরুদ্ধে তাদের আদালতের লড়াইয়ে হেরে গেছে এবং শত শত কোটি জরিমানা ও কর বকেয়া রয়েছে রাধা অষ্টমীর পুজোর ভোগে নিবেদন করুন এই জিনিসগুলি, সমস্ত ইচ্ছা হবে পূরণ বাংলায় আরও ৫ টি পকসো বিশেষ আদালত, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সরকারের ‘ওর বাবা…..’, পরিবার তুলে 'মার্ক্সবাদী' কমলাকে আক্রমণ ট্রাম্পের! উড়ে এল পাটকেলও ‘ছেলেকে MBBSএ ভর্তি করিয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.