সচিন তেন্ডুলকরের জীবনের ঘটনাকে চিত্ররূপ দেওয়া হয়েছে। তাঁর জীবনের গল্প অবলম্বনে বানানো হয়েছে তথ্যচিত্র সচিন: এ বিলিয়ন ড্রিমস। এই ছবিতে উঠে এসেছিল কীভাবে সচিন তেন্ডুলকরের ক্রিকেটের সফর ক্রিকেটার দুনিয়ার পাশাপাশি গোটা দেশকে প্রভাবিত করেছিল। ২০১৭ সালে মুক্তি পেয়েছে সেই তথ্যচিত্র। ছবিটির পরিচালনা করেছিলেন জেমস এরস্কিন। রবি ভাগচন্ডকা এবং শ্রীকান্ত ভাসি এই ছবিটির প্রযোজনা করেছেন, গান বানিয়েছিলেন এ আর রহমান। এবার সচিনের পর তাঁরই বন্ধু টিথা জনপ্রিয় কমেন্টেটর বিনোদ কাম্বলির জীবন অবলম্বনে ছবি বানাতে চলেছেন রবি ভাগচন্ডকা। এমনটাই জানা গিয়েছে। তাঁর প্রযোজনা সংস্থা ২০০ নটআউট প্রযোজনার দায়িত্ব সামলাবে।
আরও পড়ুন: কাজের ফাঁকে শাহরুখকে উত্তেজিত করার চেষ্টা কাজলের! আচমকাই ভাইরাল কভি খুশি কভি গমের ডিলিট হওয়া সিন
সমস্ত ধরনের ফরম্যাট এবং সব ভাষার জন্য ইতিমধ্যেই সত্ব কিনে নেওয়া হয়েছে। প্রযোজকের তরফে সম্প্রতি একটি ট্রেড ম্যাগাজিনে এই বিষয়ে বিজ্ঞপ্তি ভাগ করে নেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে কেউ যদি এই ছবির বিষয়ে কোনো অধিকার দাবি করেন তাহলে তাঁদের বিপদে পড়তে হবে।
তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে বিনোদ কাম্বলির জীবনের উপর নির্ভর করে কী বানানো হতে চলেছে ছবি নাকি ওয়েব সিরিজ নাকি তথ্যচিত্র। প্রসঙ্গত বিনোদ কাম্বলি একজন বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন। তিনি দীর্ঘ সময় ভারতের খেলেছেন। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে তিনি ২৩ বছর বয়সে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেন। এবং ২৮ বছরেই তাঁর ক্রিকেটের কেরিয়ারে ইতি টানেন। পরবর্তীতে তিনি রিয়েলিটি শো, ক্রিকেট কমেন্টেটর হিসেবে কাজ করেছেন।
এর আগেও একাধিকবার একাধিক সময় বিভিন্ন ক্রিকেটারকে নিয়ে ছবি হয়েছে। অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, প্রমুখের জীবনের নির্ভর করে তাঁদের বায়োপিক বানানো হয়েছে।