জুন মাসে মা হওয়ার খবর দিয়েছিলেন আলিয়া ভাট আর রণবীর কাপুর। আজ বুধবার হবু মা-বাবা খুব ব্যস্ত! কারণ আজ যে নায়িকার সাধ। সকাল থেকেই তারকাদের মেলা। আর অতিথিদের অভ্যর্থনা জানাতেই সময় কেটে যাচ্ছে রণবীর ও আলিয়ার। খুব জলদি তাঁদের কোল আলো করে আসবে প্রথম সন্তান। চলুন দেখে নেই কারা কারা পৌঁছে গিয়েছেন এরমধ্যেই এই অনুষ্ঠানে।
জলদিই চলে গিয়েছেন আলিয়ার ‘বাবার মতো’ করণ জোহর। ব্রহ্মাস্ত্র প্রযোজকই ছিলেন প্রথম অতিথি। এরপর আসেন রণবীরের মা নীতু কাপুর আর বোন ঋদ্ধিমা কাপুর। আসেন আলিয়ার বাবা মহেশ আর বোন শাহিন ভাট। জোহর আর ভাটদের ভালো বন্ধু কাজল আনন্দও আসেন এরপর। আসেন শাম্মি কাপুরের বউ নীলা দেবি আর শামির মেয়ে কাঞ্চন।
কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যান অয়ন মুখোপাধ্যায়, যিনি রণবীর-আলিয়া দুজনেরই বিবিএফ। বউকে নিয়ে আসেন পরিচালক রোহিত ধাওয়ান, মানে বরুণের দাদা আর বউদি। আসার কথা আছে রণবীরের পিসি রীমা জৈন আর কাকাতো বোন করিশ্মা কাপুরেরও।
তবে আশ্চর্যজনকভাবে বিয়ের মতো সাধেও কিন্তু বলিউড থেকে সেরকম কাউকে ডাকেননি তাঁরা। এবারেও পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। টাকা বাঁচাতে চাইছেন না করোনার বাজারে কোনও ঝুঁকি নিতে চান না ‘রালিয়া’ জুটি?
রণবীর-আলিয়া বেবিমুনে গিয়েছেন ইতালি। সেখান থেকে বেশকিছু ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর গোটা সময়টা চুটিয়ে কাজ করেছেন। শেষ করেছেন নিজের হলিউড ডেবিউ হার্ট অফ স্টোন-এর কাজ। দেশে ফিরে প্রচার করেন ডার্লিংস ছবির। তারপর করেন রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিরও শ্যুট। আর ব্রহ্মাস্ত্র-র জন্য দেশের নানা প্রান্তে দৌঁড়ে বেড়ানো তো ছিলই।