৮ এপ্রিল ৪১ বছরে পা দিলেন আল্লু অর্জুন। আর এবারের জন্মদিনের দিন তিনি ভক্তদের একটি বিশেষ রিটার্ন গিফট দিলেন। প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি পুষ্পা ২ এর টিজার। আর সেটার কথা তিনি একদিন আগেই ছবির একটি নতুন পোস্টার প্রকাশ্যে এনে ঘোষণা করেছিলেন।
পুষ্পা ২: দ্য রুল টিজার
পায়ে ঘুঙুর, পরনে শাড়ি। গলায় দুলছে মালা। সারা গায়ে নীল রং মেখে ফের ধরা দিলেন 'পুষ্পা' আল্লু অর্জুন। অভিনেতার জন্মদিনেই প্রকাশ্যে এল পুষ্পা ২ এর টিজার। সেখানেই দেখা গেল এই বেশে আল্লু অর্জুন ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পুজো অর্চনা। এক মিনিট আট সেকেন্ডের এই ভিডিয়োতে তাঁকে নাচের ছন্দে ভরপুর অ্যাকশন করতেও দেখা যায়। আর শেষে পর্দায় ফুটে ওঠে, 'দ্য রুল বিগিনস ১৫ অগস্ট।' মাত্র কয়েক মিনিটেই এই ছবির টিজার পনের লাখের বেশি ভিউজ পেয়েছে, ফলে বুঝতেই পারছেন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা রয়েছে।
পুষ্পা ২ ছবির পোস্টার
৭ এপ্রিল রাতে আল্লু অর্জুন তাঁর সোশ্যাল মিডিয়ায় পুষ্পা ২ ছবির একটি নতুন পোস্টার পোস্ট করেন। সেখানে অভিনেতাকে রঙচঙে একটি শার্টের সঙ্গে লুঙ্গি পরে কুড়ুল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পিছনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই পোস্টারটি পোস্ট করেই তিনি জানান ৮ এপ্রিল মুক্তি পাবে পুষ্পা ২ ছবির টিজার।
একই সঙ্গে এদিন অভিনেতাকে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করতে দেখা যায়। সেখানে তিনি ডাবিং স্টুডিওর বেশ কিছু ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁরা সম্পূর্ণ ভাবে প্রস্তুত এই ছবিটিকে নিয়ে।
কে কী বলছেন?
আল্লু অর্জুন এই পোস্টার পোস্ট করতে দেরি ছিল কিন্তু ভক্তদের কমেন্টের বন্যা বইতে দেরি হয়নি। অনেকেই জানিয়েছেন তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ছবিটির জন্য। আরেকজন লেখেন, 'এটা এই বছরের সব থেকে বড় হিট হবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'নতুন রেকর্ড গড়বে এই ছবি।'
আরও পড়ুন: করিনা - কৃতিদের জালিয়াতিতে মুগ্ধ দর্শক! উইকেন্ড আসতেই পার ৫০ কোটির গণ্ডি, শনিবার কত আয় করল ক্রু?
পুষ্পা ২ প্রসঙ্গে
এই ছবিটি ব্লকবাস্টার হিট পুষ্পা এর পরবর্তী ভাগ। এটি এই বছরের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্ট মুক্তি পাবে। সুকুমার পরিচালিত পুষ্পা ২ বা পুষ্পা: দ্য রুল ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। থাকবেন ফাহাদ ফাসিল।