বাংলা নিউজ > বায়োস্কোপ > Ambarish Bhattacharya: শুধু প্রস্থেটিকে চেহারা বদলালেই হবে, অভিনয়টাতেও বদল দরকার! হচ্ছে কই?: অম্বরীশ

Ambarish Bhattacharya: শুধু প্রস্থেটিকে চেহারা বদলালেই হবে, অভিনয়টাতেও বদল দরকার! হচ্ছে কই?: অম্বরীশ

অম্বরীশ ভট্টাচার্য

ইন্ডাস্ট্রিতে দূর্নীতির যোগ প্রসঙ্গে অম্বরীশ বলেন, 'গোটা দেশ, গোটা পৃথিবীতেই শিক্ষার মান পড়েছে। আর শিক্ষাই আমাদের গ্রহণ বর্জন করতে শেখায়।' তাঁর কথায়, ইন্ডাস্ট্রিতে আর আইকন নেই। কারণ, আড়ালটাই আর নেই। উত্তমকুমার বাড়িতে কী ভাবেন, তা মানুষ জানত না। আর এখন শোওয়ার ঘরে সব ঢুকে গিয়েছে।

সম্প্রতি টেলি পর্দা থেকে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের সাময়িক অবসর নেওয়ার ভাবনার কথা শোনা যাচ্ছিল। যদিও সেটা নেহাতই ভাবনা নাকি গুজব তা স্পষ্ট ছিল না। এই মুহূর্তে অবশ্য ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটছে অম্বরীশের। আপাতত রয়েছেন ধুলাগড়ে, এরপর সেখান থেকে বোলপুর যাওয়ার কথা তাঁর। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'রক্তবীজ'-এর শ্যুটিং চলছে, সেই সুবাদেই ব্যস্ত অভিনেতা অম্বরীশ। 

আপাতত শ্যুটিংয়ের দৌলতে এমাসে বাড়ি ফেরার উপায় নেই। 'রক্তবীজ' ছাড়াও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের 'যমালয়ে জীবন্ত ভানু' ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। সেজন্যও বাইরে বাইরে ঘুরতে হচ্ছে, এছড়াও রয়েছে মুম্বইয়ের একটি ওয়েব সিরিজের কাজ। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। তাহলে কি অভিনেতার অভিনয় ছাড়ার কথাটা নেহাতই গুজব? অম্বরীশ আনন্দবাজারকে জানিয়েছেন, ‘মাঝেমধ্যে মনে হয় আর অভিনয় করব না। ১৭ বছর ধরে সব জায়গায় দেখা যাচ্ছে এই এক মুখ, তাই কিছুদিন অভিনয় বন্ধ রেখে শিকড়ে ফিরতে পারলে আমার অভিনয়েও কিছু বদল আনতে পারি।’

আরও পড়ুন-'রক্তবীজ' আসছে, যুদ্ধ বাঁধবে, বাংলাকে বাঁচাবে কে? কেন বলছেন শিবপ্রসাদ-নন্দিতা!

থিয়েটারে গান গাওয়া, শেখানো এবং সোহিনী সেনগুপ্তের সঙ্গে জুটি প্রসঙ্গে অম্বরীশ বলেন, 'থিয়েটারে গানের প্রতি আগ্রহ কেতকীদি তৈরি করেছিল। ওঁর চলে যাওয়ার পর থিয়েটারে গানের ইতিহাস নিয়ে পড়াশোনা করি ও গবেষণা করি। ১৮৩৫ থেকে শুরু করে গ্রুপ থিয়েটারের আমল পর্যন্ত ১০০টিরও বেশি গান জানি। আর সোহিনীকে মঞ্চের অভিনেত্রী হিসাবেই চিনতেন তবে খড়কুটো ধারাবাহিক করতে গিয়ে।’ অম্বরীশ ভট্টাচার্য জানান, ২০১৩ সালে তিনি শেষবার মঞ্চে অভিনয় করেছেন, তারপর সময়ের অভাবে আর করতে পারেননি। 

কোনও ছবি বা সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয়ের স্বপ্ন কি দেখেন? এপ্রশ্নে অম্বরীশ বলেন, যদি পরিচালক, প্রযোজক বলেন তাহলে খুশি হবেন, তবে না হলেও আফসোস নেই। যোগ্যতার থেকে বেশিই পেয়েছেন বলে মনে করেন তিনি। অম্বরীশ জানান, চরিত্রের প্রয়োজনে তিনি আজকাল ওজন কমানোরও চেষ্টা চালাচ্ছেন। কথা প্রসঙ্গে প্রস্থেটিক মেকআপের প্রসঙ্গ উঠে এলে তিনি বলেন, ‘অভিনেতা-অভিনেত্রীদের দেখছি প্রস্থেটিক মেকআপ করে চেহারা বদলাচ্ছেন, তবে অভিনয়টা বদলাতে পারেননি। ইন্ডাস্ট্রিতে বহিরঙ্গ বদলের দিকেই নজর বেশি। কী পড়া দরকার, কী ভাবা দরকার এসব কেউ ভাবে না। আমার মনে হয় অভিনয়ের প্রস্থিটিকেশন হলে এর চেয়ে অনেক ভালো হত।’

ইন্ডাস্ট্রিতে দূর্নীতির যোগ প্রসঙ্গে অম্বরীশ বলেন, 'গোটা দেশ, গোটা পৃথিবীতেই শিক্ষার মান পড়েছে। আর শিক্ষাই আমাদের গ্রহণ বর্জন করতে শেখায়।' তাঁর কথায়, ইন্ডাস্ট্রিতে আর আইকন নেই। কারণ, আড়ালটাই আর নেই। উত্তমকুমার বাড়িতে কী ভাবেন, তা মানুষ জানত না। আর এখন শোওয়ার ঘরে সব ঢুকে গিয়েছে। সাক্ষাৎকারে রাজনীতিতে আসার কোনও ইচ্ছা নেই বলেও সাফ জানিয়েছেন অম্বরীশ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

অরেঞ্জ ক্যাপের দখল রাখলেন কোহলিই, বেগুনি টুপির লড়াইয়ে প্রথম পাঁচে ঢুকলেন নটরাজন ‘আমার খারাপ সময়ে…’! বিয়ের আগেই গর্ভবতী, ইলিয়ানা মুখ খুললেন বর মাইকেলকে নিয়ে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ২৬ এপ্রিলের রাশিফল দেখে নিন LIVE Lok Sabha Vote: নিজের নেতা বেছে নিন, ভোট দিয়ে বললেন নারায়ণ ও সুধা মূর্তি ‘ভুয়ো ভিডিয়ো’ বানানোয় গ্রেফতার হওয়া ইউটিউবার মণীশ কাশ্যপ যোগ দিলেন বিজেপিতে LIVE WB LS Vote: ভোট শুরু বাংলার ৩ আসনে, রায়গঞ্জের মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? ২৬ এপ্রিল ২০২৪ এর রাশিফল দেখে নিন গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.