সম্প্রতি টেলি পর্দা থেকে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের সাময়িক অবসর নেওয়ার ভাবনার কথা শোনা যাচ্ছিল। যদিও সেটা নেহাতই ভাবনা নাকি গুজব তা স্পষ্ট ছিল না। এই মুহূর্তে অবশ্য ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটছে অম্বরীশের। আপাতত রয়েছেন ধুলাগড়ে, এরপর সেখান থেকে বোলপুর যাওয়ার কথা তাঁর। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'রক্তবীজ'-এর শ্যুটিং চলছে, সেই সুবাদেই ব্যস্ত অভিনেতা অম্বরীশ।
আপাতত শ্যুটিংয়ের দৌলতে এমাসে বাড়ি ফেরার উপায় নেই। 'রক্তবীজ' ছাড়াও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের 'যমালয়ে জীবন্ত ভানু' ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। সেজন্যও বাইরে বাইরে ঘুরতে হচ্ছে, এছড়াও রয়েছে মুম্বইয়ের একটি ওয়েব সিরিজের কাজ। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। তাহলে কি অভিনেতার অভিনয় ছাড়ার কথাটা নেহাতই গুজব? অম্বরীশ আনন্দবাজারকে জানিয়েছেন, ‘মাঝেমধ্যে মনে হয় আর অভিনয় করব না। ১৭ বছর ধরে সব জায়গায় দেখা যাচ্ছে এই এক মুখ, তাই কিছুদিন অভিনয় বন্ধ রেখে শিকড়ে ফিরতে পারলে আমার অভিনয়েও কিছু বদল আনতে পারি।’
আরও পড়ুন-'রক্তবীজ' আসছে, যুদ্ধ বাঁধবে, বাংলাকে বাঁচাবে কে? কেন বলছেন শিবপ্রসাদ-নন্দিতা!
থিয়েটারে গান গাওয়া, শেখানো এবং সোহিনী সেনগুপ্তের সঙ্গে জুটি প্রসঙ্গে অম্বরীশ বলেন, 'থিয়েটারে গানের প্রতি আগ্রহ কেতকীদি তৈরি করেছিল। ওঁর চলে যাওয়ার পর থিয়েটারে গানের ইতিহাস নিয়ে পড়াশোনা করি ও গবেষণা করি। ১৮৩৫ থেকে শুরু করে গ্রুপ থিয়েটারের আমল পর্যন্ত ১০০টিরও বেশি গান জানি। আর সোহিনীকে মঞ্চের অভিনেত্রী হিসাবেই চিনতেন তবে খড়কুটো ধারাবাহিক করতে গিয়ে।’ অম্বরীশ ভট্টাচার্য জানান, ২০১৩ সালে তিনি শেষবার মঞ্চে অভিনয় করেছেন, তারপর সময়ের অভাবে আর করতে পারেননি।
কোনও ছবি বা সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয়ের স্বপ্ন কি দেখেন? এপ্রশ্নে অম্বরীশ বলেন, যদি পরিচালক, প্রযোজক বলেন তাহলে খুশি হবেন, তবে না হলেও আফসোস নেই। যোগ্যতার থেকে বেশিই পেয়েছেন বলে মনে করেন তিনি। অম্বরীশ জানান, চরিত্রের প্রয়োজনে তিনি আজকাল ওজন কমানোরও চেষ্টা চালাচ্ছেন। কথা প্রসঙ্গে প্রস্থেটিক মেকআপের প্রসঙ্গ উঠে এলে তিনি বলেন, ‘অভিনেতা-অভিনেত্রীদের দেখছি প্রস্থেটিক মেকআপ করে চেহারা বদলাচ্ছেন, তবে অভিনয়টা বদলাতে পারেননি। ইন্ডাস্ট্রিতে বহিরঙ্গ বদলের দিকেই নজর বেশি। কী পড়া দরকার, কী ভাবা দরকার এসব কেউ ভাবে না। আমার মনে হয় অভিনয়ের প্রস্থিটিকেশন হলে এর চেয়ে অনেক ভালো হত।’
ইন্ডাস্ট্রিতে দূর্নীতির যোগ প্রসঙ্গে অম্বরীশ বলেন, 'গোটা দেশ, গোটা পৃথিবীতেই শিক্ষার মান পড়েছে। আর শিক্ষাই আমাদের গ্রহণ বর্জন করতে শেখায়।' তাঁর কথায়, ইন্ডাস্ট্রিতে আর আইকন নেই। কারণ, আড়ালটাই আর নেই। উত্তমকুমার বাড়িতে কী ভাবেন, তা মানুষ জানত না। আর এখন শোওয়ার ঘরে সব ঢুকে গিয়েছে। সাক্ষাৎকারে রাজনীতিতে আসার কোনও ইচ্ছা নেই বলেও সাফ জানিয়েছেন অম্বরীশ।