বচ্চনদের বাড়ি ছেড়ে বের হয়ে গিয়েছেন ঐশ্বর্য, আলাদা থাকছেন। অভিষেকের সঙ্গে রাই সুন্দরীর বিবাহ-বিচ্ছেদ নাকি এখন শুধুই সময়ের অপেক্ষা। যদিও শুধুমাত্র আরাধ্যার মুখ চেয়েই নাকি আইনত আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না অভিষেক-ঐশ্বর্য। এসব গুঞ্জনের মাঝেই ফের একবার একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে।
শনিবার মুম্বইতে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বচ্চনদের সঙ্গেই দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চনকে। যদিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতো অভিষেক-ঐশ্বর্যকে আলাদা গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। ঐশ্বর্যর সঙ্গে এদিন এসেছিলেন তাঁর মা বৃন্দা রাই। তবে তারপর স্বামী অভিষেকের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় ‘রাই সুন্দরী’কে। ভাগ্নে অগস্ত্য নন্দাকে দেখে গাল টিপে দিলেন অভিনেত্রী। সেখানে দেখা গেল অমিতাভ বচ্চনকেও।
তবে নাহ, ঐশ্বর্যর শাশুড়িমা জয়া বচ্চন কিংবা ননদ শ্বেতা বচ্চনা নন্দাকে অবশ্য সেখানে দেখা যায়নি। মূলত তাঁদের জন্যই নাকি ঐশ্বর্য বচ্চনদের বাড়ি ছেড়েছেন বলে, সম্প্রতি এক বচ্চন পরিবার ঘনিষ্ঠ ব্যক্তি দাবি করেছেন।
আরও পড়ুন-কণ্ঠহারা ‘গুপী’! না ফেরার দেশে 'ভূতের রাজা দিল বর' গায়ক অনুপ ঘোষাল
আরও পড়ুন-কথা বলেন না শাশুড়ি-ননদ, সত্য়িই নাকি বচ্চনদের বাড়ি ছেড়েছেন ঐশ্বর্য, বিচ্ছেদ পাকা?
আরও পড়ুন-বাঙালি বর-বধূ বেশে সৌরভ-দর্শনা, তারকা জুটির বিয়ের মেনুতেও এলাহি আয়োজন, কী কী রয়েছে?
এদিন আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ঐশ্বরিয়া পরেছিলেন কালো ও সোনালি সালোয়ার স্যুট এবং হিল জুতো, সঙ্গে একটা ম্যাচিং ব্যাগও নিয়েছিলেন। অভিষেক পরেছিলেন নেভি ব্লু শার্ট, ম্যাচিং প্যান্ট ও পায়ে স্নিকার্স অমিতাভ বচ্চনকে রঙিন জ্যাকেট, প্যান্ট ও জুতোয় দেখা যায় । অগস্ত্য নন্দা একটা সাদা টি-শার্ট, ডেনিম জ্যাকেটে দেখা যায়।
তবে এই ভিডিয়ো দেখে ঐশ্বর্য-অভিষেক কেন আলাদা গাড়িতে এসেছেন? তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি নেটিজেনরা। কেউ আবার লিখেছেন, 'আরাধ্য তো সবসময় মায়ের সঙ্গেই আঠার মতো আটকে থাকে, বাবার দিকে ফিরেও তাকায় না'। কেউ লিখেছেন, ‘ভালো করে দেখুন, ঐশ্বর্য তাঁর মায়ের সঙ্গে এসেছেন এক গাড়িতে, আর বচ্চনরা আলাদা গাড়িতে।’ কারোর কথায়, ‘শ্বশুরমশাই অমিতাভ তো ঐশ্বর্যর দিকে তাকালেনও না, এড়িয়ে চললেন।’
প্রসঙ্গত, টাইমস নাও-এর প্রতিবেদন অনুসারে, বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, 'ঐশ্বর্য-অভিষেকের মধ্যে সমস্যা নতুন নয়, বহু বছরের, শুধুমাত্র মেয়ের জন্যই নাকি তাঁরা এখনও আইনত আলাদা হননি। তবে এখন বচ্চন পরিবার থেকে একেবারেই বের হয়ে গিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি বর্তমানে যেখানে থাকেন সেই বাসস্থানের সঙ্গে বচ্চনদের কোনও সম্পর্ক নেই।'