Bollywood celebs wishes Under 19 Women's World Cup Cricket Team: অমিতাভ বচ্চন থেকে তাপসী পান্নু, অনন্যা পাণ্ডে সহ একাধিক বলি তারকারা অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
1/9রবিবার, ২৯ জানুয়ারি অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ ট্রফি জিতল ভারত। ইংল্যান্ডকে হারিয়ে এই খেতাব জয় করল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকায় এই বিশ্বকাপের আসর বসেছিল। সেখানেই ৭ উইকেটে ভারত জিতে যায়। আর এই জয়ের পর থেকেই গোটা দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে।
2/9আর এই উৎসবে সামিল হয়েছেন বলিউড তারকারাও। অমিতাভ বচ্চন থেকে তাপসী পান্নু, অনন্যা পাণ্ডে সকলেই ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
3/9অমিতাভ বচ্চন টুইটারে এই দলকে শুভেচ্ছা জানিয়েছে লেখেন, ‘ভারতে চ্যাম্পিয়ন। অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল ব্রিটিশদের হারিয়ে দিল।’
4/9অনুপম খের হিন্দিতে টুইট করে এই বিষয়ে লেখেন, ‘অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জেতার জন্য। সবাই ভালো থেকো।’
5/9কাজল টুইট করে লেখেন, 'উইমেন ইন ব্লুর কাছে গেল অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। তোমরা আমাদের গর্বিত করেছ।'
6/9ফারহান আখতার লেখেন, 'অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ জয় করার জন্য অনেক শুভেচ্ছা।'
7/9এর আগে মিথিলা রাজের বায়োপিকে যাঁকে নাম ভূমিকায় দেখা গিয়েছিল সেই তাপসী পান্নুও বাদ যাননি ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে। তিনি লেখেন, 'এই মেয়েগুলোর মুখের হাসির দাম অমূল্য। অনেক শুভেচ্ছা চ্যাম্পিয়নস। এই মুখগুলোকে মনে রাখুন। আমাদের দেশে মহিলারা প্রথম বিশ্বকাপ জিতল। শুভ জন্মদিন শেফালী বর্মা। মহিলাদের জন্য প্রথম বিশ্বকাপ এটি। আমি নিশ্চিত আরও অনেক কাপ আসবে।'
8/9অনন্যা পাণ্ডে টুইট করে লেখেন, ' উইমেন ইন ব্লু ইতিহাস তৈরি করল। কী ব্যাপক জয়! অনেক শুভেচ্ছা শেফালী বর্মা এবং টিম ইন্ডিয়া। তোমরা আমাদের ভীষণ গর্বিত করলে।'
9/9অভিষেক বচ্চন টুইট করে লেখেন, 'ভারতীয় মহিলা দলকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার জন্য অনেক শুভেচ্ছা। তোমাদের সবার জন্য ভীষণ গর্বিত।'