ফিরতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতি। এবার এই শোয়ের ১৫ তম সিজন সম্প্রচার হবে। সোমবার, ৩১ জুলাই সোনি টিভির তরফে কৌন বনেগা ক্রোড়পতি ১৫ -এর কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। সামনে আনা হয় এই শোয়ের নতুন প্রোমো। এই নতুন প্রোমো ভিডিয়োতে অমিতাভ বচ্চনকেই দেখা যায় সঞ্চালকের ভূমিকায়।
এই আসন্ন শোয়ের প্রোমো ভিডিয়োতে অমিতাভ বচ্চন এই শোটিকে একটি নতুন শুরু বলে ঘোষণা করলেন। যদিও বিগত কয়েক বছর ধরে তিনিই এই শোয়ের সঞ্চালনা করে আসছেন। আগামী ১৪ অগাস্ট থেকে সম্প্রচার শুরু হবে কৌন বনেগা ক্রোড়পতি ১৫ -এর। রাত ৯টা থেকে সোনি টিভিতে দেখা যাবে এই রিয়েলিটি শো।
এই শোয়ের প্রথম প্রোমো ভিডিয়োতে অমিতাভকে তাঁর চেনা স্যুট পরা লুকে দেখা যায়। তিনি স্টেজে ঢুকতেই দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান। এরপরই অমিতাভকে এই নতুন সিজনের বিষয়ে একদম নতুন ভাবে কথা বলতে শোনা যায়। তিনি বারবার হ্যাশট্যাগ নতুন শুরু ব্যবহার করেছিলেন।
সোনি টিভির তরফে এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয় 'জ্ঞান, ধন নিয়ে দুর্দান্ত ভাবে কৌন বনেগা ক্রোড়পতি আসছে একদম রূপে আপনার সঙ্গে দেখা করতে।' এই সিজনে মূলত নতুন ভারত এবং তার উন্মাদনাকে উদযাপন করা হবে। দর্শক এবং প্রতিযোগীদের জন্য বিশেষ চমক থাকবে বলেও জানানো হয়েছে।
এক ব্যক্তি এই শোয়ের প্রোমোতে কমেন্ট করে লেখেন, 'সেই ছোট্ট থেকে আমার পছন্দের শো।' আরেকজন লেখেন, 'অনেক শুভ কামনা নেবেন।' কেউ কেউ লাল হৃদয়ের ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছেন।
প্রসঙ্গত কিছু সপ্তাহ আগেই অমিতাভ বচ্চন একাধিক ছবি পোস্ট করেছিলেন টুইটারে সেই ছবিগুলো ক্যাপশনে তিনি জানিয়েছিলেন যে তিনি তখনই এই শোয়ের শুটিং শুরু করে দিয়েছেন।