কমার নাম নিচ্ছে না বক্স অফিসে অ্যানিম্যালের রমরমা। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় রণবীরের ছবি যে এভাবে ঘোড়ার তেজে দৌড়বে বক্স অফিসে, তা বোধহয় ভাবতে পারেননি অনেকেই। পাঠান আর গদর ২-এর মতো ছবিকেও সে ফেলে দিয়েছে পিছনে। যদিও শাহরুখ খানের জওয়ান ধরাছোঁয়ার বাইরেই!
sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে অ্যানিম্যাল মঙ্গলবার বক্স অফিসে ব্যবসা করল ৩৮.২৫ কোটি। সপ্তাহের মাঝে যা নেহাত মন্দ নয়। মাত্র ৫ দিনেই ছবি ৩০০ কোটি ছুঁইছুঁই।
অ্য়ানিম্যালের বক্স অফিস রিপোর্ট
১ ডিসেম্বর মুক্তি পায় রণবীর কাপুরের অ্যানিম্যাল। প্রি বুকিং শুরু হয়ে গিয়েছিল তারও দিন তিনেক আগেই। ছবি হলে আসার আগেই টিকিটের প্রি বুকিং হয়ে গিয়েছিল প্রায় ৩৪ কোটির। এরপর দেখা যায় মুক্তির দিন অর্থাৎ শুক্রবারে আয় হয়েছে ৬৩.৮ কোটি।
শনিবার তা আরও বাড়ে। ৬৬.২৭ কোটি। রবিবারে অ্য়ানিম্যালের আয় ছিল সর্বোচ্চ, ৭১.৪৬ কোটি। সোমবার ও মঙ্গলবারে ছবি ঘরে তুলল ৪৩.৯৬ ও ৪৮.২৫ কোটি করে। আর পাঁচদিনে বর্তমানে মোট আয় ২৮৩.৭৪ কোটি।
অ্যানিম্যাল মুক্তি পেয়েছিল হিন্দির পাশাপাশি আরও ৪টি ভাষায়, তেলুগু, তামিল, কর্ণাটক, মালয়ালাম। এর মধ্যে তেলেগুতে ৫ দিনে ছবি ৩০ কোটির মতো ব্যবসা করেছে। বাদবাকি ভাষায় আয় নামমাত্র।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা-এর আগে অর্জুন রেড্ডি ও কবীর সিং উপহার দিয়েছিলেন দর্শকদের। যা হিট হয়। অ্য়ানিম্যালের ক্ষেত্রেও তা অন্যথা হল না। ছবি নিয়ে পজিটিভ রিভিউ এসেছে সমালোচকদের থেকে। রণবীর কাপুরের অভিনয়েরও হয়েছে খুব প্রশংসা। কিন্তু পাশাপাশি সিনেমার গায়ে পড়ে গিয়েছে ‘টক্সিক’ ট্যাগ। অনেকেরই ধারণা, সমাজের উপর খারাপ বার্তা ফেলবে অ্যানিম্যালের মতো সিনমা।
এদিকে, ১ ডিসেম্বরে মুক্তি পাওয়া ভিকি কৌশল অভিনীত ও মেঘনা গুলজার পরিচালিত স্যাম বাহাদুর রীতিমতো ধুঁকছে। এই ছবি নিয়েও কিন্তু প্রশংসা করেছেন সমালোচকরা। হল ফেরত দর্শকরাও সন্তুষ্ট সিনেমার পর্দায় প্রয়াত সেনাপ্রধান-ফিল্ড মার্শাল স্যাম মানেকশের চরিত্রে ভিকিকে দেখে। তবে ব্যবসার অঙ্ক হতাশাজনক। ৫ দিনে এই সিনেমা আয় করেছে মাত্র ২২ কোটি।
২২ ডিসেম্বর অবধিই কার্যত হলে টিকে থাকতে পারবে অ্যানিম্যাল। তার পর শাহরুখ খানের ডাঙ্কি এসে গেলে আর জায়গা পাওয়া মুশকিল। হল দখলের লড়াইয়ে সামিল হবে সালারও। এদিকে আবার ৮ ডিসেম্বর আরও দুটো হিন্দি ছবি আসছে। করণ জোহরের প্রযোজনায় সিদ্ধার্থ মলহোত্রার যোদ্ধা আর ক্যাটরিনা কাইফের মেরি ক্রিসমাস।