বাংলা নিউজ > বায়োস্কোপ > Swastika-Anupam: ‘এরা নিজেদের ঠাকুরের মুখপাত্র ভাবে!’, রবীন্দ্রনাথ নিয়ে স্বস্তিকাকে খোঁচা অনুপম খেরের

Swastika-Anupam: ‘এরা নিজেদের ঠাকুরের মুখপাত্র ভাবে!’, রবীন্দ্রনাথ নিয়ে স্বস্তিকাকে খোঁচা অনুপম খেরের

রবীন্দ্রনাথের বেশে অনুপম খেরকে দেখে বিরোধিতা করেছিলেন স্বস্তিকা, মুখ খুললেন এবার কাশ্মীর ফাইলস অভিনেতা। 

দিনকয়েক আগে রবি ঠাকুরের বেশে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন অনুপম খের। যা বাংলার অনেক মানুষের কপালেই ভাঁজ ফেলেছিল। তবে স্বস্তিকার টুইট ‘রবি ঠাকুরকে’ একা ছেড়ে দিন নিয়ে উঠল যত বিতর্ক। 

দিনকয়েক আগেই কবিগুরুর বেশে দেখা দিয়েছিলেন অনুপম খের। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে অনুপমকে দেখে বেশ চমকেই যায় নেটপাড়া। একই হাল হয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়েরও হয়তো। টুইট করে বসেন, ‘কারও রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত না। ওই মানুষটিকে একা ছেড়ে দিন।’

স্বস্তিকার সঙ্গে কিন্তু একমত হন বাংলার মানুষেরা। অনেকেই স্বস্তিকার টুইটের তলায় লেখেন, ‘সহমত’। আরেকজন লেখেন, ‘ভুলভাল কিছু একটা বানিয়ে রাখবে। না করলে আর শুনছে কে!’ যদিও একাংশের ধারণা, ‘গোটা বাংলার মানুষ চেনে রবীন্দ্রনাথকে। কিন্তু সারা ভারতে সবাই চেনে কি? তাহলে তো আরও সিনেমা হওয়া দরকার, যাতে মানুষ জানতে পারে।’

তবে অনলাইনে আসা এসব সমালোচনা বা নিন্দে কোনওটাটেই কান দিতে রাজি নন অনুপম। বরং প্রশংসাতেই বেশি মন দিতে চান তিনি। তাঁকে বলতে শোনা গেল, ‘কিছু লোকের কথা শুনে খুব মজা পেলাম, বলছে রবিঠাকুরকে ‘একলা ছেড়ে দিন’। একটা দিনে ৮৬.৪০০ সেকেন্ড আছে। তাতে যদি কেউ ১০ সেকেন্ডের জন্য এসব কথা বলে, আমি অন্তত সেসব ভেবে আমার সেকেন্ড নষ্ট করব না।’ অনুপম জুড়ে দেন, ‘এই লোকগুলো নিজেদের যেন ঠাকুরের মুখপাত্র মনে করে।’

কাশ্মীর ফাইলস অভিনেতা আরও জানান, ‘এরপর কেউ হয়তো বলবে গান্ধির উপরে সিনেমা বানিয়ে না। বোকা বোকা কথা। তাহলে রবি ঠাকুরকে একা ছেড়ে দাও এর মানে কি? এরকম হতে থাকলে তো লোক শিন্ডলার'স লিস্ট (১৯৯৩) এবং ওপেনহেইমার-এর মতো প্রোজেক্ট বানানো বন্ধ করে দেবে। এই ধরনের কথার আমার কাছে অন্তত কোনও গুরুত্ব নেই। আর দুনিয়ার কেউ সমালোচনার হাত থেকে বাঁচতে পারে না। আমিও সমালোচনা নিয়ে বাঁচতে শিখে গিয়েছি।’

সঙ্গে নাম না করে স্বস্তিকাকে ঠুঁকে বলতে শোনা গেল, ‘আমার অনেক এনার্জি। তবে তার মানে এই নয় যে সেগুলোকে যে কারও ক্ষেত্রে নষ্ট করব। হাতে কাজ নেই, লোকের সমালোচনা করে বিতর্ক তৈরি করে খবরে আসার চেষ্টা। লোককে সমালোচনা করে যদি আপনাকে সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তাতে কী লাভ!’

অবশ্য নিজের করা টুইটের বক্তব্যকে বিশ্লেষণ করে দিয়েছেন স্বস্তিকা আগেই। টিভি নাইনকে বলতে শোনা যায়, ‘অনুপম খের অত্যন্ত গুণী অভিনেতা। শুধু অনুপম খের কেন, যে কেউই রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতেF পারেন। তবে আমি বলতে চেয়েছিলাম, এখন তো প্রচুর প্রপাগ্যান্ডা ছবি হচ্ছে। সেই প্রপাগ্যান্ডা থেকে রবি ঠাকুরকে দূরে রাখাই ভালো।’

 

বায়োস্কোপ খবর

Latest News

বিয়ের আংটি খোলা, মেয়ে নিয়ে বচ্চন বধূ ছেড়েছেন দেশ! কোথায় দেখা গেল ঐশ্বর্য-অভিষেক অষ্টমের বইয়ে হিন্দু ইতিহাসকে বিকৃত, বাংলাদেশের মতো মগজধোলাই বাংলায়, দাবি BJP-র ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের সুপারস্টার কে? অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কার নাম বললেন? রাতে হঠাৎ কম পড়ে ২০০ জনের খাবার, তারপর কী হল ডাক্তার আন্দোলনে, জানালেন অগ্নি সম্পর্কের দিক থেকে আজকের দিনটি কাদের জন্য ভালো যাবে না? দেখুন আজকের প্রেম রাশিফল ভিডিয়ো: ভাঙলেন চিপকের দেওয়াল! IND vs BAN সিরিজের আগে অন্য মেজাজে কোহলি মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল তাক করা রাইফেল! গলফ খেলার সময় ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’! ২ মাসে ২ বার জীবন বাঁচল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.