অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি অনেকের কাছেই আদর্শ জুটি। তাঁদের দেওয়া কাপল গোলস দেখে মুগ্ধ হন অনেকেই। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনির জুটিও তাই। কিন্তু জানেন কি অনুষ্কা এবং সাক্ষী যে কেবল এই দুই ভারতীয় ক্রিকেটারের স্ত্রী এমনটা মোটেই নয়। বরং তাঁরা একে অন্যের পূর্ব পরিচিত তো বটেই, উল্টে বহুদিনের বন্ধু তাঁরা। হ্যাঁ, একেবারেই তাই। অনুষ্কা এবং সাক্ষী হলেন স্কুল ফ্রেন্ড।
অনুষ্কা এবং সাক্ষী আসলে বন্ধু!
২০১৭ সালের একটি পুরোনো ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যখন জব হ্যারি মেট সজল ছবির প্রচার করছিলেন অনুষ্কা তখন তিনি তাঁর অদেখা একটি পুরোনো ছবি দেখাচ্ছেন একটি সাক্ষাৎকারে। আর তাঁর স্কুলজীবনের সেই ছবিতে থাকা আরেক খুদের পরিচয় দিয়ে অভিনেত্রী জানান সেই খুদে আসলে সাক্ষী ধোনি। আর এই ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি পোস্ট করেন। আর তারপরই সেটা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: বাঙাল বাড়ির ছেলে হয়েও মোহনবাগানের সমর্থক! পুত্রের কাণ্ডে কৌশিক বললেন, 'ফুটবলের ইতিহাসে...'
সেই ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'কাকতালীয় ভাবে অনুষ্কা শর্মা এবং সাক্ষী ধোনি আসলে স্কুল ফ্রেন্ড আর তাঁরা পরবর্তীতে ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভকে বিয়ে করেছেন।' যদিও আপাতত সেজ ভিডিয়ো সরিয়ে নেওয়া হয়েছে।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'আরে বাবা! কী দারুণ ব্যাপার!' আরেকজন লেখেন, 'হ্যাঁ ওরা অসমের একটি ছোট শহরের সেন্ট মেরি নামক একটি স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছে কিছু বছর। আর এই স্কুলটা আমার বাড়ির কাছেই।' তৃতীয় ব্যক্তি লেখেন, ' এটাকেই বোধহয় ভাগ্য বলে।'
আরও পড়ুন: কংগ্রেসের জন্যই ১৫ লাখ করে পাচ্ছেন না নাগরিকরা, দাবি কঙ্গনার! বললেন, 'এই সুবিধা তখনই পাবেন যখন...'
প্রসঙ্গত সেই সময় অর্থাৎ ২০১৭ সালে যখন এই কথা প্রকাশ্যে আসে তখন অনুষ্কা শর্মার ফ্যান পেজের তরফে অভিনেত্রী এবং সাক্ষীর একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিয়ো এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায়।