বাংলা নিউজ > বায়োস্কোপ > Apu Biswas on Shakib Khan: 'ফেরত দিত না', প্রাক্তনের স্মৃতিতে ডুব অপুর, শাকিবের কাছে থেকে গিয়েছে কোন জিনিস

Apu Biswas on Shakib Khan: 'ফেরত দিত না', প্রাক্তনের স্মৃতিতে ডুব অপুর, শাকিবের কাছে থেকে গিয়েছে কোন জিনিস

প্রাক্তনের স্মৃতিতে ডুব অপুর

Apu Biswas on Shakib Khan: ইদ পেরিয়ে গেছে বহুদিন। তারও বেশ কয়েক বছর আগে আলাদা হয়েছেন অপু বিশ্বাস এবং শাকিব খান। তবুও এখনও অপুর মনে অমলিন শাকিবের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত। কী জানালেন তিনি?

অপু বিশ্বাস (Apu Biswas) এবং শাকিব খানের (Shakib Khan) বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর হল। শাকিব এখন বুবলির (Shabnam Bubly) সঙ্গে ঘর বেঁধেছেন। সম্পর্ক অতীত হলেও যোগাযোগ অতীত হয়নি শাকিব এবং অপুর। তাঁদের সন্তানের জন্যই তাঁদের মধ্যে এখনও যোগাযোগ থেকে গিয়েছে। বাংলাদেশের অন্যতম জুটি তাঁরাই। অনস্ক্রিন নয় কেবল, বাস্তবেও। যদিও এখন তাঁদের মধ্যে আর কোনও বৈবাহিক সম্পর্ক নয়। তবুও অপুর মনের অনেকটা জুড়ে থেকে গিয়েছেন শাকিব। ভাসলেন সেই স্মৃতিতেই।

সদ্যই দেওয়া একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস মনে করলেন তাঁর এবং শাকিবের সম্পর্কের কথা। জানালেন তাঁদের এখন আর সম্পর্ক না থাকলেও যোগাযোগ আছে। যদিও তাঁদের ছেলের জন্যই তাঁদের মধ্যে এই যোগাযোগ আছে বলেই জানান বাংলাদেশের অভিনেত্রী। অপুর কথায় কিছুদিন আগে তিনি নিজের হাতে রান্না করে শাকিবকে পাঠিয়েছিলেন তাঁর জন্মদিন। মনে করলেন প্রাক্তন বরের সঙ্গে কাটানো প্রথম ইদের কথাও।

এই সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান তিনি বা শাকিব একে অপরকে তাঁদের প্রথম ইদে কোন উপহার দিয়েছিলেন। নায়িকার কথায়, 'শাকিব তখন দুবাই গিয়েছিল একটা কাজে। ও সেখান থেকেই আমার জন্য একটা গলার হার নিয়ে এসেছিল। এখন সেটা কিসের হার, সোনার না হীরের সেটা বলব না।' আর তৎকালীন বরকে কী উপহার দিয়েছিলেন অভিনেত্রী? তিনি জানান, 'শাকিবের কানে ফুটো আছে। ও অনেক সময়ই নিজের দুল পরতে ভুলে যেত। তখন আমার দুল নিয়ে পরত, কিন্তু আর ফেরত দিতে চাইত না। বলতো কন্টিনিউটি আছে, আর দেওয়া যাবে না।'

বর্তমানে শাকিব বুবলির সঙ্গে ঘর বেঁধেছিলেন। যদিও সেই সম্পর্কের ভবিষৎ কী হবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদেরও একটি ছেলে আছে।

শাকিবকে আগামীতে প্রিয়তমা ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে থাকবেন এপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ ইধিকা পাল। গত ১১ মে থেকে এই ছবি শ্যুটিং শুরু হয়েছে।

বন্ধ করুন