একদিকে 'প্রধান', অপরদিকে ‘কাবুলিওয়ালা’, ক্রিসমাসে মুক্তি পেয়েছে দুটি ভিন্ন স্বাদের বাংলা ছবি। গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সুপারস্টার দেব এবং কিংবদন্তি মিঠুন চক্রবর্তীর এই দুটি ছবি। আর এরই মাঝে বড় সুখবর শোনালেন এই দুই ছবির নির্মাতারা।
আগামী ২৯ ডিসেম্বর গোটা দেশজুড়ে মুক্তি পেতে চলেছে 'প্রধান' ও 'কাবুলিওয়ালা'। আর এই খবরে খুশি বাংলা ছবির দর্শকরা। এবার চাইলে প্রবাসী বাঙালিরাও এই দুই বাংলা ছবি দেখে ফেলতে পারবেন।
প্রসঙ্গত, মুক্তির আগে থেকে দেব ও সৌমিতৃষা জুটির ছবি 'প্রধান' ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। অপরদিকে রবিঠাকুরের 'কাবুলিওয়ালা'কে এবার পর্দায় রঙিনভাবে পেয়ে বেজায় খুশি ছিলেন দর্শক। এদিকে টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট বলছে, মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়ে এই মুহূর্তে 'প্রধান'-এর ১৬৭টি শো চলছে। অপরদিকে মুক্তির ২য় সপ্তাহে কাবুলিওয়ালার ২০২টি শো চলছে।
আরও পড়ুন-এবার দেবের 'খাদান'-এও সুপারস্টারের সঙ্গী সৌমিতৃষা? মুখ খুললেন 'মিঠাই'
আরও পড়ুন-বাবার হাতেই প্রথমবার মদের গ্লাসে চুমুক দিই, একসঙ্গে ৪টে বয়ফ্রেন্ড রাখতে বলতেন: টুইঙ্কল
এদিকে টলি বাংলার বক্স অফিসের দেওয়া তথ্য বলছে, ২৯ ডিসেম্বর প্রধানের ১৮টা শো অলমোস্ট ফুল, ৩টি হাউসফুল। আর কাবুলিওয়ালার ১৬টা শো অলমোস্ট ফুল, ২টো হাউসফুল।
২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, প্রধানের ২১টি শো ছিল অলমোস্ট ফুল আর ৩টি শো হাউসফুল ছিল। অন্যদিকে কাবুলিওয়ালার ২০টা শো ছিল অলমোস্ট ফুল, আর ২টি শো হাউসফুল ছিল।
বক্স অফিসে 'ডাঙ্কি' ও 'সালার'-এর দৌরাত্ম্যের মধ্যেও 'প্রধান', 'কাবুলিওয়ালা' দেখতেও দর্শক যেভাবে ভিড় করছেন, তাতে খুশি এই দুই বাংলা ছবির নির্মাতারা। মুক্তির আগে বিভিন্ন সাক্ষাৎকারে সুপারস্টার দেব বারবার বলেছিলেন, বাংলা ছবিকে টিকিয়ে রাখতে প্রথম সারির তারকাদেরই এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে টিকিট কেটে বাংলা ছবি দেখার আবেদন করেছিলেন অঙ্কুশ। তাঁর কথায়, শাহরুখ ভক্তরা অবশ্যই 'ডাঙ্কি' দেখুন, তবে সেই সঙ্গে 'প্রধান', 'কাবুলিওয়ালা'ও যেন সমান গুরুত্ব পায়। অঙ্কুশ বারবার বলেছিলেন, হিন্দি আর দক্ষিণী ছবির দাপটে বাংলা যেন না হেরে যায়।
তবে তথ্য বলছে, বাংলার দর্শক কথা রেখেছেন। তথ্য বলছে ২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার কর্মব্যস্ত একটা দিনেও প্রধান ও কাবুলিওয়ালা দেখতে শহরের একাধিক হলে ঝুলেছে হাউসফুল বোর্ড, সেই সেক্ষেত্রে সালারের ৪টি শো হাউসফুল ছিল, তবে 'ডাঙ্কি'র একটা শোও হাউসফুল ছিল না।