সচিন তেন্ডুলকরের কোলে থাকা শিশুটিকে চিনতে পারছেন? জামা পরা গাবলু গুবলু বাচ্চাটি কিন্তু এখন আর ছোট্টটি নেই। বরং কানাঘুষোয় শোনা যাচ্ছে এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি তাঁর প্রেম জমে ক্ষীর! চিনতে পারলেন তাঁকে? হ্যাঁ, ইনি হলেন সারা তেন্ডুলকর। অর্থাৎ সচিনের মেয়ে। এই ছবি পোস্ট করে এদিন তিনি সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
সচিনের জন্মদিনে শুভেচ্ছা সারার
এদিন সারা তেন্ডুলকর চারটি অদেখা ছবি পোস্ট করেন বাবার জন্মদিন উপলক্ষে। একটি ছবিতে দেখা যাচ্ছে গোলাপি জামা পরে বাবার কোলে হাসছেন ছোট্ট সারা। হাসি লেগে সচিনের মুখেও। আরেকটি ছবিতে তাঁর ভাই অর্জুনকে দেখা যাচ্ছে বাবার কোলে। শেষ ছবিতে সচিন এবং তাঁর স্ত্রীকে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: অ্যানিম্যাল থেকে সোজা রামায়ণ! রাম হয়ে উঠতে কঠিন কসরত করছেন রণবীর, চেহারায় কোন কোন বদল আনলেন?
আরও পড়ুন: 'বাল্য বিবাহ' করেছেন জয়িতা-পার্থিব! দিদির মঞ্চে রামপ্রসাদের বৌদি বললেন, 'কেউ মানতেই চায় না যে...'
এই ছবিগুলো পোস্ট করে সারা তেন্ডুলকর বাবাকে শুভেচ্ছা জানান লেখেন, 'শুভ জন্মদিন বাবা।' প্রসঙ্গত ২৪ এপ্রিল ৫১ বছরে পা দিলেন সচিন তেন্ডুলকর। তিনি ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। তাঁকে ভারতীয় ক্রিকেটারের লিটিল মাস্টার, মাস্টার ব্লাস্টার, ইত্যাদি নামে ডাকা হয়।
আরও পড়ুন: আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, 'সবার আগে তো তোকে...'
আরও পড়ুন: শামি 'আদ্যোপান্ত দুশ্চরিত্র'! অন্য 'মহিলাদের পিছনে ছুকছুক করতেন'! ফের বেফাঁস হাসিন
অন্যদিকে কানাঘুষোয় শোনা যাচ্ছে সারা তেন্ডুলকর এবং শুভমন গিলের প্রেম জমে ক্ষীর। তবে তাঁরা প্রকাশ্যে কিছুই জানাননি এই বিষয়ে।