দিদি নম্বর ওয়ানে সম্প্রতি খেলতে এসেছিলেন সেলেব জুটিরা। এই চার জুটির অন্যতম ছিলেন নবদম্পতি জয়িতা গোস্বামী এবং পার্থিব বন্দ্যোপাধ্যায়। দিদির মঞ্চে তাঁরা তাঁদের প্রেমের গল্প এদিন ফাঁস করে দেন। জানান কেউ মানতেই চাইত না যে তাঁরা প্রেমিক প্রেমিকা ছিলেন। আর কী বললেন?
দিদি নম্বর ওয়ানে জয়িতা এবং পার্থিব
গত মার্চ মাসে সাতপাকে বাঁধা পড়েছেন জয়িতা গোস্বামী এবং পার্থিব বন্দ্যোপাধ্যায়। সবে দেড় মাস মতো হয়েছে তাঁদের বিয়ের। এদিন তাঁদের দেখেই রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন, 'কবে বিয়ে হল?' জয়িতা বলেন, 'এই সবে একমাস হল।'
আরও পড়ুন: গোটা সেটের সামনেই দুর্জয়কে চুমু 'টিনএজার' রাণীর! অভিজ্ঞতা জানিয়ে বললেন, 'একটু অস্বস্তি তো...'
আরও পড়ুন: পাইস হোটেল ছেড়ে এবার নন্দিনী দিদি নিজেই ফুড ব্লগার? বাঘা যতীনের ডিজে অরুণ দার দোকানে করলেন কী?
রচনা মজা করে পার্থিবকে উদ্দেশ্যে করে জিজ্ঞেস করেন যে তাঁর স্ত্রী কি ক্লাস টেনে পড়েন? দেখে তো টেন ইলিভেন মনে হচ্ছে। উত্তরে পার্থিব বলেন, 'না না। সবাই যদিও এটাই বলেন। আমাদের বিয়েতে এসেও সবাই এটাই বলেন। বলে বাল্য বিবাহ হয়েছে।' পার্থিবের কথায় হেসে গড়িয়ে পড়েন সকলেই।
পার্থিব তারপর আবারও বলেন, 'মন খারাপ হয় একটু। কিন্তু সব থেকে বেশি মন খারাপ করে যখন সবাই আমাদের ভাই বোন বলে। শপিংয়ে গেলে দোকানের লোকজন হলে বোনের জন্য জামা দেখাব?'
এরপর জয়িতা জানান আসলে পার্থিব তাঁর থেকে প্রায় ৭-৮ বছরের বড়। কিন্তু সেটা কেউই মানতে চায় না। প্রসঙ্গত জয়িতাকে শেষবার রামপ্রসাদ ধারাবাহিকে দেখা গিয়েছিল, মুখ্য চরিত্রে বৌদির চরিত্রে।
আরও পড়ুন: শামি 'আদ্যোপান্ত দুশ্চরিত্র'! অন্য 'মহিলাদের পিছনে ছুকছুক করতেন'! ফের বেফাঁস হাসিন
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।