বিশ্বকাপের সময় শামিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে লাইমলাইটে উঠে এসেছিলেন তাঁর বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান। তিনি তখন স্পষ্টই চেয়েছিলেন যে তিনি চান মহম্মদ শামি হারুক, তবে একই সঙ্গে তিনি যেন বেশিদিন ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে পারেন যাতে তাঁদের অর্থাৎ হাসিন এবং তাঁর মেয়ের টাকা পয়সা পেতে অসুবিধা হয় না। এরপরেও একাধিকবার ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেও শামিকে শুভেচ্ছা জানাননি। এবার আবার এই ভারতীয় ফাস্ট বোলারকে নিয়ে কী বললেন তাঁর স্ত্রী?
আরও পড়ুন: গোটা সেটের সামনেই দুর্জয়কে চুমু 'টিনএজার' রাণীর! অভিজ্ঞতা জানিয়ে বললেন, 'একটু অস্বস্তি তো...'
শামিকে নিয়ে কী বললেন শামি?
এদিন হাসিন জাহান একটি ভিডিয়ো পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে অন্য দুটো ছেলে এবং মেয়েকে। নেপথ্যে শোনা যাচ্ছে একটি গল্প। যার সারমর্ম, বিয়ের পর একজন পুরুষের হঠাৎ অন্য মহিলাদের ভালো লাগতে শুরু করে। তাঁর কাছে তাঁর স্ত্রী ছাড়া সকলেই সুন্দর। ঈশ্বর এই কথা শুনে সেই ব্যক্তিকে বলেন তিনি যখন এখন পৃথিবীর সমস্ত মেয়েকেও বিয়ে করে নেন তাহলেও তাঁর এই স্বভাব যাবে না। এটা বদলাতে হলে নজর নিচু করে উচিত। অর্থাৎ এই ভিডিয়োর মাধ্যমে আকার ইঙ্গিতে হাসিন বুঝিয়ে দেন তাঁদের সেপারেশনের জন্য দায়ী শামির স্বভাব। তিনি 'দুশ্চরিত্র!' অন্য মহিলাদের সঙ্গে তাঁর 'ঘনিষ্ঠতা' ছিল বা আছে।
এই ভিডিয়ো পোস্ট করে হাসিন লেখেন, 'শামি আহমেদ দেখে এটাই তো আসল রূপ, তোর সত্যতা।' তিনি এই ভিডিয়োতে শামিকে মেনশন করেন। অনেকেই এই ভিডিয়োতে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: পাইস হোটেল ছেড়ে এবার নন্দিনী দিদি নিজেই ফুড ব্লগার? বাঘা যতীনের ডিজে অরুণ দার দোকানে করলেন কী?
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'আপনি আবার কবে থেকে এত সতী হলেন? ভারতীয় ক্রিকেট দলের গর্বকে খাটো করার চেষ্টা করছেন যে সেটা সবাই বুঝতে পারছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'প্রথম স্বামীও কি এক কাজ করেছিল? তাই তাকেও ছেড়েছিলেন? নাকি নিজের স্বভাব এটা?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। সুস্থ হন। চিকিৎসক দেখান।'