CM at Misty Singh Wedding: নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী মিষ্টি সিং ও রেমো দাস। নবদম্পতিকে আর্শীবাদ দিতে হাজির হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1/8ছোটপর্দার জনপ্রিয় মুখ মিষ্টি সিং (Misty Singh), ১৪ বছরের পুরোনো প্রেমিকের সঙ্গে চার হাত এক হল মিষ্টির। বৃহস্পতিবার শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল এই বিয়ের আসর। আর নবদম্পতিকে আর্শীবাদ দিতে পৌঁছেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8পা ছুঁয়ে প্রিয় দিদির আর্শীবাদ নিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালেন মিষ্টি রেমো। দিদির উপস্থিতিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানে ‘চারচান্দ’ লেগে গিয়েছে একবাক্যে মেনে নিলেন মিষ্টি-রেমো। নায়িকা বললেন, ‘আমি তো রেডিও ছিলাম না। দৌড়ে নীচে নামলাম। দিদি আর্শীবাদ করলেন, অসাধারণ অনুভূতি। আমরা কৃতজ্ঞ’। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করেননি রেমো-মিষ্টি। তবে আইনি বিয়ের পাশাপাশি আংটি বদল, মালাবদল ও সিঁদুরদান সেরেছেন জুটি। মালাবদলের সময় কেঁদে ফেলেন নতুন কনে। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8বিয়ের দিন একদম রাজকীয় সাজে পাওয়া গেল টেলিভিশনের ভাদুকে। লাল লেহেঙ্গায় ঝলমল করলেন মিষ্টি, সঙ্গে সবুজ কুন্দনের হার, মাথাপট্টি, নথনি। হাতে কলিরে আর চূড়া। বাঙালি বধূর সাজ নয়, একটু রাজপুত স্টাইলে সাজলেন মিষ্টি। (ছবি-ইনস্টাগ্রাম)
5/8বউয়ের সঙ্গে রং মিলিয়েই সেজেছেন রেমো। অফ হোয়াইট-লাল শেরওয়ানিতে পাওয়া গেল তাঁকে, সঙ্গে লাল রঙা ওড়না। টলিপাড়ার পরিচিত মুখ রেমো। রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে তাঁর, একটি প্রোডাকশন কোম্পানিও রয়েছে মিষ্টির বরের।