বাংলা নিউজ > বায়োস্কোপ > Nayika No 1: ‘নায়িকা নম্বর ১’ হওয়ার স্বপ্ন জুনিয়র আর্টিস্ট ঋতব্রতার, আসছে নতুন মেগা, নায়ক কে?

Nayika No 1: ‘নায়িকা নম্বর ১’ হওয়ার স্বপ্ন জুনিয়র আর্টিস্ট ঋতব্রতার, আসছে নতুন মেগা, নায়ক কে?

নতুন ভূমিকায় ঋতব্রতা

Ritobrota Dey in Nayika No 1: টেলিভিশনের পর্দায় নতুন জুটি। আসছে কালার্স বাংলার নতুন শো ‘নায়িকা নম্বর ১’। মুখ্য ভূমিকায় ‘কন্যাদান’ খ্যাত ঋতব্রতা এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।

‘জুনিয়র আর্টিস্ট’ ছাড়া যে কোনও ইন্ডাস্ট্রি অচল। তবে বরাবরই অবহেলিত থেকে যায় এই শিল্পীরা। তাঁদের লড়াইকে কুর্নিশ জানিয়ে কালার্স বাংলায় আসছে নতুন মেগা সিরিয়াল ‘নায়িকা নম্বর ১’। এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এল বৃহস্পতিবার। ব্লুজ প্রোজাকশনের এই সিরিয়ালে লিড রোলে থাকছেন ঋতব্রতা দে (Ritobrota Dey)।

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ঋতব্রতা। এর আগে ‘কন্যাদান’ সিরিয়ালে বিথীর চরিত্রে দর্শখ দেখেছে তাঁকে। তবে এবার একদম অন্যরকম লুকে দর্শক দেখবে তাঁকে। প্রথম প্রোমোয় ঋতব্রতার যে লুক উঠেছে তা বেশ চোখ টানলো। টলিপাড়ায় জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করে শীতলা ওরফে শীলা শিকদার। জেগে জেগেও সে স্বপ্ন দেখে একদিন ইন্ডাস্ট্রির এ লিস্টার নায়িকা হবে সে। পরিবর্তে জোটে মায়ের বেলনের মার। কিন্তু হাল ছাড়তে রাজি নয় সে। পরিবারের দেওয়া শীতলা নাম নয়, শীলা নামটিই পছন্দ তাঁর। মায়ের বকুনির পালটা জবাবে বলে, ‘কাননদেবী, সুচিত্রা, সুপ্রিয়া, দেবশ্রী, ঋতুপর্ণা, কোয়েলের পর নাম হবে কার? এই শিলা শিকদার।’

আরও পড়ুন-বিয়ের এক বছরের মধ্যেই ঝামেলা লাগল ভিক্যাটের? ‘আদর্শ স্বামী নই’, উপলব্ধি ভিকির!

কিন্তু স্বপ্ন আর কঠিন বাস্তবের মধ্যে ফারাক অনেকটাই। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে শীতলার নায়িকা নম্বর ১ হওয়ার স্বপ্ন কি সত্যিই পূরণ হবে? সেই নিয়েই এগোবে এই ধারাবাহিকের গল্প।

এতো গেল নায়িকার কথা, কিন্তু সিরিয়ালের নায়ক কে? না, প্রথম প্রোমোয় দেখা মেলেনি তাঁর। তবে জানা গিয়েছে ব্লুজের এই মেগায় ঋতব্রতার নায়ক হচ্ছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায় (Indranil Chatterjee)। হ্যাঁ, ‘আয় তবে সহচরী’র টিপুকে আমরা এই সিরিয়ালে দেখব শীলার নায়কের ভূমিকায়। কেমন হবে সেই চরিত্র? কীভাবে ভাগ্য মিলিয়ে দেবে দুজনকে সেসব এখনও স্পষ্ট নয়। তবে ঋতব্রতা এবং ইন্দ্রনীল ছাড়াও এই সিরিয়ালে থাকবেন দেবারতি পাল, সোমাশ্রী চাকীরা। 

খুব শীঘ্রই শুরু হবে এই মেগার শ্যুটিং। ‘নায়িকা নম্বর ১’-এর সম্প্রচার শুরু কবে থেকে বা কোন সিরিয়ালের স্লটে আসবে এটি, তা এখনও স্পষ্ট নয়। অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। দর্শক মন জয়ে কতখানি সফল হবে ইন্দ্রনীল-ঋতব্রতার জুটি, সেটাই দেখবার। 

আরও পড়ুন-TRP: সারেগামাপা-র সামনে পাত্তা পাচ্ছে না সুপার সিঙ্গার, দিদির ‘জলওয়া’ অব্যাহত

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন