আজকালকার যুগে, মূলত কোভিড পরবর্তী সময়ে অনলাইন কোচিং, মাস্টারক্লাস সহ একাধিক নতুন নতুন জিনিস প্রকাশ্যে এসেছে, এবং বাজারে চলছেও ভালো! সঙ্গে গুগল দাদুর ছোট ছেলে ইউটিউব তো আছেই! সেখানে তো সব প্রশ্নের সহজ উত্তর পাওয়াই যায়। এমন অবস্থায় যে ছাত্র ছাত্রীরা নামিদামি কোচিং সেন্টারে পড়তে যেতে পারে না বা এই অনলাইন কোচিং ক্লাসে ভর্তি হতে পারে না তাদের জন্য ইউটিউবে থুড়ি আইটিউবে সাহস করে একটি নতুন পড়ানোর চ্যানেল খুলেছেন সুচরিতা লাহিড়ী। কিন্তু একি! স্রেফ পড়ানোর অপরাধে তাঁকে কিনা শেষ পর্যন্ত জেলে যেতে হল! ছোঁড়া হল কালি! উঠতে হল কোর্টে। ইতিমধ্যেই ঘটে গেল একটি মৃত্যু। কিন্তু কেন? নেপথ্যে জড়িয়ে কারা? এসব উত্তর এবং জীবনের প্রতিটি পদে কীভাবে রসায়ন জড়িয়ে আছে সেটা পড়াতেই আসছেন কেমিস্ট্রি মাসি। সঙ্গে তুলে ধরবে সমাজের একটি চরম দিক।
আরও পড়ুন: 'শয়তান' মাধবনের ভয়ে ঘুম উড়েছে অজয়-জ্যোতিকার, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক
প্রকাশ্যে এল কেমিস্ট্রি মাসি সিরিজের ট্রেলার। ২৪ জানুয়ারি, বুধবার মুক্তি পেয়েছে কেমিস্ট্রি মাসি সিরিজের ট্রেলার। এই ছবিটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই সিরিজ।
আরও পড়ুন: নাচ - গান - অ্যাকশনের সঙ্গে দেশপ্রেমের হাইডোজ, প্রজাতন্ত্র দিবসে মাস্ট ওয়াচ হৃতিক - দীপিকার ফাইটার
আরও পড়ুন: 'সফর শুরু', দ্বিতীয়বার মা হওয়ার পর এবার 'বাবলি' হয়ে ওঠার পালা, শুভ মহরতের ছবি পোস্ট শুভশ্রীর
কেমিস্ট্রি মাসি প্রসঙ্গে
কেমিস্ট্রি মাসি সিরিজটির পরিচালনা করেছেন সৌরভ চক্রবর্তী। নাম ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শঙ্কর চক্রবর্তী, শ্রেয়া ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, ঋত্বিকা পাল, বিনয় শর্মা, প্রমুখ আছেন। এই সিরিজটির গল্প লিখেছেন ইশিতা সরকার এবং সৌরভ চক্রবর্তী। ডায়লগ লিখেছেন সৌরভ চক্রবর্তী এবং অভ্র চক্রবর্তী। অমিত বসু এবং যশ দাশগুপ্ত এই সিরিজের সঙ্গীতের দায়িত্বে আছেন। প্রসঙ্গত এই কেমিস্ট্রি মাসি সিরিজের হাত ধরেই ওটিটি মাধ্যমে ডেবিউ করলেন দেবশ্রী রায়। ৬২ বছর বয়সে এসে তিনি এই নতুন সফর শুরু করলেন।