মঙ্গলবার ইনস্টাগ্রামে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করলেন দেবলীনা কুমার। এমনিতেই অভিনেত্রীর পায়ের তলায় সর্ষে। আজ মিশর তো কাল ইংল্যান্ড, পরশু গোয়া, সামাজিক মাধ্যমে চোখ রাখলে ভ্রমণ প্রেমীদের হয়তো বেশ হিংসেই হবে অভিনেত্রীকে দেখে। এবার গেলেmeuন ডুয়ার্সে।
ডুয়ার্সের গরুমারার জঙ্গল সাফারির ঝলক শেয়ার করলেন দেবলীনা। তবে সঙ্গে দেখা মিলল না স্বামী গৌরবের। বরং এবার পরিবারের অন্য দুই সদস্যকে নিয়ে তাঁর এই ট্রিপ। বাবা দেবাশীষ কুমার এবং মায়ের সঙ্গে। অভিনেত্রী জানালেন মায়ের জন্মদিন উপলক্ষেই তাঁদের এই ট্রিপ। সঙ্গে যদিও বর না আসার কারণটাও বলে দিলেন।
দেবলীনা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দু-দিনের জন্য ছোট্ট করে ডুয়ার্স সফর। উপলক্ষ্য মায়ের জন্মদিন পালন। শান্তির জায়গা। রেস্ট নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। মাঝে একটু গরুমারা সাফারি। আমি শুটিং থেকে ৩ দিনের ছুটি পেয়েছিলাম। বর পায়নি।তার শাশুরিমা সব থেকে বেশি তাকে মিস করেছে।’ আরও পড়ুন: ‘মুন্নি’ অনন্যার প্রেম নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন রচনা, কী বললেন হবু শাশুড়িকে?
২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন গৌরব-দেবলীনা। যদিও তাঁদের প্রেমের শুরুটা ২০১৭ সালে। গৌরবের দিদির বাড়িতে লক্ষ্মী পুজোয় শরিক হয়েছিলেন দেবলীনা। সেখানে প্রেমে পড়ে যান গৌরবের। তারপর গৌরবের বোনের বিয়েতে ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। তিন বছর চুটিয়ে প্রেম করবার পর গাঁটছড়া বাঁধেন দুজনে। দেবলীনার এটা প্রথম বিয়ে হলেও, গৌরব আগেও বিয়ে করেছিলেন। অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে গৌরবের দাম্পত্য খুব বেশিদিন টেকেনি।
গৌরব আপাতত ব্যস্ত রয়েছেন তাঁর গাঁটছড়া ধারাবাহিকের কাজ নিয়ে। সদ্যই বড় লিপ নিয়েছে এই মেগা। খড়ি চরিত্রটি (শোলাঙ্কি রায়) মরে গেছে দেখানো হয়েছে। এদিকে খড়ি-হীন ঋদ্ধিকে দেখে অনেকেই বলেছেন আগের মতো ধারাবাহিক দেখার মজা তাঁরা পাচ্ছেন না। অন্য দিকে দেবলীনাও এখন চুটিয়ে কাজ করছেন টলিউডে। তাঁর ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ শেষ হয়েছে মাসখানেক আগেই।
‘প্রাক্তন’-এ খুব ছোট্ট একটা চরিত্রে প্রথম অভিনয় করা দেবলীনাকে খুব জলদিই দেখা যাবে দু-দুটো বাংলা ছবিতে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের রক্তবীজ এবং অপরটি রাজর্ষী দে-র সাদা রঙের পৃথিবী। শিবপ্রসাদ-নন্দিতা জুটির প্রাক্তন, হামি, গোত্র ছবিতে এর আগেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)