বাংলা টেলি দুনিয়ার পরিচিত মুখ অভিনেতা সুমন দে। ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর চরিত্রের নাম দ্বারিকা। ব্যক্তি জীবন নিয়ে কখনও রাখঢাক করতে পছন্দ করেন না অভিনেতা। মাস তিনেক আগেই সম্পর্কে জড়িয়েছেন। সেকথা লুকিয়ে রাখেননি। প্রেমিকার সঙ্গে সোশ্যাল দেওয়ালে ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে।
অভিনেত্রী সুরভি সান্যালের সঙ্গে সম্পর্কে আবদ্ধ সুমন দে। এই মুহূর্তে ‘ত্রিশূল’ ধারাবাহিকে অভিনয় করছেন সুরভি। দুজনেই শিলিগুড়ির বাসিন্দা। কর্মসূত্রে কলকাতায়। গত বছর পুজোর সময় থেকে আলাপ এবং বন্ধুত্ব দুজনের। তবে বিগত তিন মাস আগে সম্পর্কে জড়ান তাঁরা। কেরিয়ারের পাশাপাশি নিজেদের সম্পর্ক নিয়েও ভীষণ গম্ভীর এই টেবি তারকা জুটি।
প্রেমিকা সুরভির সঙ্গে সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করেছেন সুমন। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন তিনি। শ্যুটিংয়ের ফাঁকে বেরিয়ে পড়তে ভালবাসেন লং ড্রাইভে। এর আগে ধারাবাহিক ‘ক্ষীরের পুতুল’-এর স্যমন্তকের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কাজের পাশাপাশি শরীরচর্চা করতে ভালবাসেন। তাঁর সামাজিক মাধ্যমের দেওয়ালে নজর দিলেই তা বোঝা যায়।