জমনগরে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান মাতিয়ে রেখেছেন শাহরুখ খান। গুজরাটের জামনগরে পা রাখা মাত্রই কিং খানকে ছেকে ধরেন শয়ে শয়ে ক্যামেরা। গোটা পরিবার সঙ্গে নিয়ে জামনগরে হাজির হয়েছিলেন শাহরুখ। টানা তিন দিনই ছিলেন অনুষ্ঠানে।
মঙ্গলবার কাক ভোরে জামনগর থেকে বেরিয়ে আসেন শাহরুখ। সঙ্গে ছিলেন তাঁর পরিবারও। বিমানবন্দরে শাহরুখকে দেখেই ছেকে ধরেন ছবিশিকারীরা। এসবের মধ্যেই শাহরুখের লাগেজ থেকে একটি বিশেষ জিনিস দৃষ্টি আকর্ষণ করে সকলের। শাহরুখের লাগেজের মধ্যে সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে হলুদ রঙের একটি ব্যাগ। জানা যাচ্ছে, Goyard Villette টটে ব্যাগটির দাম প্রায় চার লাখ টাকা।
এই প্রথম নয়, এর আগেও গত বছর সুহানাকে এই ব্র্যান্ডের ব্যাগ হাতে নিয়ে আইপিএলের সময় দেখা গিয়েছিল। সেই ব্যাগটির রঙ ছিল বাদামি। বছর কয়েক আগে গৌরী খানের হাতে দেখা গিয়েছিল সেই ব্যাগটি। আরও পড়ুন: রাধিকা মার্চেন্টের দিদিকে চেনেন? জেনে নিন অঞ্জলির আসল পরিচয়
অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনে পারফর্ম করেন রিহানা। সেদিন অনুষ্ঠানের এক ফাঁকে গায়িকা মুখোমুখি হন শাহরুখ খানের। তখন বাক্য বিনিময় ছাড়াও তাঁদের নাচতে দেখা যায়। গল্প করতে করতেই তাঁদের একসঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে।
২ মার্চ, শনিবারের রাতে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের ২য় দিন। ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিলেন তিন খান। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত 'RRR' এর 'নাটু নাটু'-গানের তালে নাচলেন শাহরুখ, সলমন ও আমির। এদিন রং মিলান্ত পোশাক পরেছিলেন শাহরুখ-সলমন। তাঁদের দুজনের পরনেই ছিল আফগানি স্টাইলের কালো পাজামা ও কুর্তা। তবে তাঁদের থেকে একটু ‘হটকে’ আমির পরেছিলেন সবুজ কুর্তা। নাচের পর আবার আমিরের পিঠ চাপড়ে দিলেন শাহরুখ।
অনুষ্ঠানের তৃতীয় দিনেও গোটা লাইম লাইট কেড়ে নিয়েছিলেন শাহরুখ খান এবং গৌরী খান। জামনগরে আম্বানিদের অনুষ্ঠানে উদিত নারায়ণের গানের সঙ্গে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন তাঁরা। রবিবারের অনুষ্ঠানে শাহরুখ পরেছিলেন একটি সাদা কুর্তা পাজামা। অন্যদিকে গৌরীর পরনে ছিল নীল আনারকলি। তাঁদের সঙ্গে দেখা যায় তাঁদের ছোট ছেলে আব্রামকে। সুহানা, আরিয়ান খানও এসেছিলেন।
উদিত এদিন যখন শাহরুখের ছবির গান ম্যায় ইয়াহা হু গাইছিলেন তখন উঠে আসেন শাহরুখ। দেন তাঁর আইকনিক পোজ। এরপর গৌরীর সঙ্গে নাচতে শুরু করেন। বীর জারা ছবির এই গানে এদিনের গোটা অনুষ্ঠানকে শাহরুখ নিজের ম্যাজিকে একেবারে অন্যমাত্রায় পৌঁছে দেন। বরের সঙ্গে নাচতে গিয়ে রীতিমত ব্লাশ করতে থাকেন গৌরী।