HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > Hubba-Gambhira Bhattacharya: একই চরিত্রে দুই অভিনেতা, মোশারফের সঙ্গে কাজ কি কঠিন ছিল? কী বলছেন জুনিয়র ‘হুব্বা’ গম্ভীরা?

Hubba-Gambhira Bhattacharya: একই চরিত্রে দুই অভিনেতা, মোশারফের সঙ্গে কাজ কি কঠিন ছিল? কী বলছেন জুনিয়র ‘হুব্বা’ গম্ভীরা?

অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। যে মানুষগুলোকে কখনও কেউ দেখেননি, তাঁদের চরিত্রে অভিনয় করা অনেকটা সহজ। তবে যাঁদের দেখেছেন, সেই চরিত্রগুলি তুলে ধরা বেশ কঠিন। এখানে আরও একটা চ্যালেঞ্জ, যে মোশারফ করিম এই একই চরিত্রে অভিনয় করেছেন। আমাকেও আমার মতো করে অভিনয় করতে হয়েছে। আর তাই চরিত্রটা কিছুটা চ্যালেঞ্জিং তো ছিলই।

'হুব্বা'র চরিত্রে মোশারফ করিম ও গম্ভীরা ভট্টাচার্য

গত ১৯ জানুয়ারি ব্রাত্য বসুর পরিচালনায় মুক্তি পেয়েছে' হুব্বা'। ছবিতে হুগলির গ্যাংস্টার 'হুব্বা বিমল'কে তুলে ধরেছেন পরিচালক। কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলেছে বাংলাদেশের নামী অভিনেতা মোশারফ করিমের। তিনিই এই ছবির ‘হুব্বা’, গল্পের নায়ক। তবে নাহ তিনি একা নন, ছবিতে হুব্বার শৈশব এবং যুবক বয়সের সময়কেও তুলে ধরা হয়েছে। ছবিতে বেশ অনেকটা অংশে দাপিয়ে বেড়িয়েছেন অল্পবয়সের যুবক 'হুব্বা'। আর সেই চরিত্রে নজরকাড়া অভিনয় করেছেন অভিনেতা গম্ভীরা ভট্টাচার্য। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। মোশারফের পাশাপাশি আলোচনা হচ্ছে তাঁর অভিনয় নিয়েও। ‘হুব্বা’ নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বললেন গম্ভীরা ভট্টাচার্য।

'হুব্বা' চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল?

গম্ভীরা: অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। যে মানুষগুলোকে কখনও কেউ দেখেননি, তাঁদের চরিত্রে অভিনয় করা অনেকটা সহজ। তবে যাঁদের দেখেছেন, সেই চরিত্রগুলি তুলে ধরা বেশ কঠিন। এখানে আরও একটা চ্যালেঞ্জ, যে মোশারফ করিম এই একই চরিত্রে অভিনয় করেছেন। আমি কিন্তু কাজের সময় এটাও দেখতেও পাচ্ছিলাম না যে মোশারফ ভাই (মোশারফ করিম) এই চরিত্রটা কীভাবে তুলে ধরছেন। আমাকে আমার মতো করে অভিনয় করতে হয়েছে। আর তাই এই চরিত্রটা আমার কাছে কিছুটা চ্যালেঞ্জিং তো ছিলই।

বড় 'হুব্বা' আর এই অল্প বয়সের ‘হুব্বা’, দুটি চরিত্র, অথচ তাঁরা একই ব্যক্তি। কোনওভাবে কি মোশারফের মতো করে অভিনয় করতে হয়েছিল?

গম্ভীরা: এক্ষেত্রে আমি বলব, ছবি চিত্রনাট্য অনেক অংশেই সাহায্য করেছে। ছবির চিত্রনাট্যই দুজন পৃথক অভিনেতাকে একইরকমভাবে, একই চরিত্রে অভিনয় করতে সাহায্য করেছে। চিত্রনাট্যের বাইরে যদি কোনও অভিনেতা বের হয়ে যেতেন, তাহলে হয়ত ছন্দপতন হতে পারত। আমরা দুজনেই এক্ষেত্রে চিত্রনাট্য অনুসরণ করেছি। আর পরিচালক ব্রাত্য বসু যেভাবে বলেছেন, সেভাবেই চরিত্রটাতে অভিনয়ের চেষ্টা করেছি। তাই দুই বয়সের 'হুব্বা' আলাদা দুজন অভিনেতা হলেও তাঁদের একইরকম মনে হয়েছে।

‘হুব্বা’র চরিত্রে গম্ভীরা ভট্টাচার্য

‘হুব্বা’র চরিত্রে গম্ভীরা ভট্টাচার্য

কোথাও গিয়ে কি 'হুব্বা' মোশারফ করিমের অভিব্যক্তি, লুক এগুলো অনুসরণ করতে হয়েছিল? ওঁর অভিনয় দেখতে হয়েছিল?

গম্ভীরা: না সেটা করিনি। আমি চিত্রনাট্য পড়ে চরিত্রটাকে যেভাবে দেখেছি বা ভেবেছি, সেভাবেই তুলে ধরেছি। হয়ত উনিও কাছাকাছি একইরকম ভাবনাতে চরিত্রটা তুলে ধরেছেন। সে কারণেই হয়ত দুই পৃথক অভিনেতা, একই চরিত্রের মধ্যে দিয়ে একই রকম হতে পেরেছেন। এটা কিছুটা পরিচালকের কৃতিত্ব। এই যোগসূত্রটা হয়ত পরিচালকের কারণেই সম্ভব হয়েছে।

মোশারফ করিমের মতো অভিনেতার সঙ্গে একই চরিত্রে কাজ করছেন, কোনও টেনশন কাজ করেছিল?

গম্ভীরা: নাহ সেটা খুব একটা আমার হয়নি। কারণ আমরা সকলেই অভিনেতা। উনি আমার পছন্দের অভিনেতা। ওঁকে শ্রদ্ধা করি। তবে ওই টেনশনটা সেভাবে কাজ করিনি। আমি শুধু এটা ভেবে কাজ করেছি, যে ক্যামেরার ওপারে বসে আমাকে পরিচালক যেভাবে বলবেন আমি সেভাবেই করব। তবে হ্যাঁ, মোশারফ করিমের মতো পছন্দের অভিনেতার সঙ্গে একই চরিত্রে কাজ করছি। এটা কেমন হবে, কতটা পারব, সেটা দেখার উত্তেজনা তো ছিলই। এবার বাকিটা দর্শকরা বলবে।

‘হুব্বা’র চরিত্রে গম্ভীরা ভট্টাচার্য

'হুব্বা' হিসাবে মোশারফ করিমের পাশাপাশি আপনার অভিনয় নিয়েও চর্চা হচ্ছে, এটা কেমন অনুভূতি?

গম্ভীরা: ভালো শুনতে কার না ভালো লাগে! সত্যিই আনন্দ তো হচ্ছেই। এর আগে মঞ্চে অভিনয়ের পর মানুষের প্রশংসা পেয়েছি। সেটা যেমন ভালো লাগত, এটাও তেমনই একটা সুন্দর অনুভূতি। এটা তো অবশ্যই একটা প্রাপ্তি, ভালোলাগার জায়গা।

কোনও গ্ল্যামারাস ছবি তো এটা নয়, জলে, জঙ্গলে শ্যুটিং হয়েছে, অভিজ্ঞতা কেমন?

গম্ভীরা: শ্যুটিংয়ের শুরু থেকেই অভিজ্ঞতা বেশ কঠিনই ছিল। এমনও হয়েছে আমরা যেখানে বাইক চালাচ্ছি, সেখানে বৃষ্টি হয়ে পুরো কাদা। বাইক স্কিট করছিল, তারপরেও জোরে বাইক চালিয়েছি। এমন অবস্থা সামনের জন ব্রেক কষলে হয়ত পিছনের জন এসে ধাক্কা দিয়ে বসবে। আরেকদিন আমরা দমদমের কারখানার মধ্যে যখন শ্যুটিংয়ের জন্য ঢুকছি, তখন প্রায় এক হাঁটু জল। তারমধ্যেই শ্যুট করেছি, দৌড়েছি। জলের নিচে কী আছে জানি না, পড়ে গেলে কী হতে পারে না ভেবেই কাজ করেছি। দু'একজনের চোটও লাগে। আমরাও প্রথম দিন নাকে অল্প লেগেছিল।

অপরাধী, গ্যাংস্টার তৈরি হওয়ার পিছনে সত্যিই কি কোনও সামাজিক, রাজনৈতিক কারণ থাকে বলে মনে হয়?

গম্ভীরা: হয়ত কিছুটা কারণ থাকে। কোনও অপরাধী হওয়ার পিছনে সমাজ বা রাজনৈতিক পরিস্থিতির কোনও দায়ই কখনও নেই, সেটা হয়ত সবসময় সত্যি নয়। আসলে কে খারাপ, কে ভালো, সেটা অনেকসময় পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থান ঠিক করে। প্রত্যেকের ভিতরেই খারাপ, ভালো দুটো দিকই থাকে। খারাপ-ভালোটা আসলে আপেক্ষিক। মানুষ কেন অপরাধী হয়, হয়ত তাঁদের জায়গায় থাকলে সেটা বুঝতে পারতাম। মানুষ তো সচারচর চাইলেই কাউকে খুন করে ফেলতে পারে না, চাইলে কোনও খারাপ কাজ করে ফেলতে পারে না। হয়ত বহুদিন ধরে কোনও আঘাত বা পরিস্থিতির কারণে তাঁরা এই পথে যান। হতে পারে…। সবক্ষেত্রে বিষয়গুলি এক নয় যদিও।

নিয়মিত থিয়েটার করেন, এই ছবির পর থিয়েটার নাকি বড়পর্দা কোনটাকে বেশি গুরুত্ব দেবেন?

গম্ভীরা: অবশ্যই থিয়েটার, কারণ ওটা আমার আলাদা ভালোলাগার জায়গা। ওখানে অভিনয়ের সঙ্গে সামনে থেকে মানুষের প্রতিক্রিয়া দেখতে পাওয়ার আনন্দই আলাদা। বড়পর্দায় সেটা হয় না। তাই থিয়েটারই আগে। অবশ্যই বড়পর্দাতেও কাজ করব, তবে থিয়েটার ছেড়ে নয়।

পরিবারের কাজে সমর্থন পান, অভিনয়ের জন্য?

গম্ভীরা: প্রথমদিকে পেতাম না, এখন পাই (হাসি)। আগে মা-বাবা, দিদিরা আগে করতে না, তবে এখন আমার পাশেই থাকে। আমার স্ত্রীও অভিনেত্রী, তাই ওর সাপোর্টও পাই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

নিজেই ফিরে বারাসতে ‘স্বেচ্ছায়’ মনোনয়ন তুলে নিলেন ‘নিখোঁজ’ হওয়া নির্দল ‘কাকলি’ জাহাজ-ভেসেল থেকে গঙ্গা দূষণ রুখতে আনা হবে বিশেষ যান, পদক্ষেপ মমতা সরকারের গলায় বিচি আটকে মৃত্যু শাসকদলের নেতার শাহের মুখে ‘সত্যজিৎদা’র নাম, বেঁচে থাকলে একটা সিনেমা বানাতেন, খোঁচা মমতাকে ‘সেই যন্ত্রণাটা বোঝে..’, তন্বীর মায়ের মৃত্যু! মনোমালিন্য ভুলে পাশে সৌমিতৃষা পঞ্চম দফার ভোট গ্রহণের দিনই রাজ্যে পর পর সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেড়ে দেওয়া হতে পারে কিয়ান-হামতে-গ্লেনকে,অজি বিশ্বকাপার প্রায় নিশ্চিত মোহনবাগানে সময়ের আগেই কেরলে ঢুকে পড়বে বর্ষা! বাংলায় কবে আসতে পারে? যতটা ভেবেছিলেন, বাংলায় তার থেকে কম আসন পেতে পারে BJP! এবার কত টার্গেট শাহের? প্রচারের ফাঁকে হুগলিতেই দিদি নম্বর ১-এর শ্যুটিং! নিয়ম ভেঙেছেন রচনা, দাবি লকেটের

Latest IPL News

IPL-এর কোচ হিসেবে এবার দেখা যাবে শাস্ত্রীকে? অশ্বিনের শো-তে বড় খোলসা প্রাক্তনীর RCB vs CSK ম্যাচ বৃষ্টিতে ভাসলে কপাল পুড়বে কোহলিদের,সোনায় সোহাগা হবে চেন্নাইয়ের চিন্তার কিছু নেই বিশ্বকাপে ভালোই খেলবে, রোহিতের অফ ফর্ম নিয়ে বার্তা সৌরভের 'খেলে-খেলে ঘরের কাচ ভাঙত, বোলার নয়, বল দেখে', পোড়েলের সাফল্যে খুশি পরিবার-কোচ ‘গম্ভীর না হাসলে ক্রাশকে প্রোপোজ করব না’, তরুণীর পোস্টার দেখে হেসে দিলেন গৌতম! যিনি ব্যাটিং করছেন,তিনিই ডাগ-আউটে বসে হাততালি দিচ্ছেন! ‘পোস্ট’ নিয়ে ট্রোল LSG-কে ম্যাককালাম,স্টোক্সই ওকে বলেছিল আর সুযোগ পাবে না...জিমির অবসর নিয়ে বিস্ফোরক রব কি ক্রিকেটারদের অনুরোধ ফেরালেন দ্রাবিড়, কোচ হতে চান না ভিভিএস লক্ষ্মণও IPL-আরসিবির বিপক্ষে খেলতে পারলে প্লে অফের দৌড়ে থাকতাম…কাকে খোঁচা দিলেন ঋষভ পন্ত SRH ১৯৪ রানে হারলে প্লে-অফে যেতে পারে DC! কোন কোন দল কীভাবে যাবে? রইল IPL-র অঙ্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ