HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > Exclusive Timir Biswas: 'ওঁরা চেন্নাইতে ডেকেছিল, যেতে পারিনি, তবে খুব ইচ্ছে…', Pushpa 2-র গান নিয়ে বললেন তিমির বিশ্বাস

Exclusive Timir Biswas: 'ওঁরা চেন্নাইতে ডেকেছিল, যেতে পারিনি, তবে খুব ইচ্ছে…', Pushpa 2-র গান নিয়ে বললেন তিমির বিশ্বাস

‘এটা আমার কাছে সত্যিই বড় একটা পাওনা। খুবই ভালো লাগছে। এই যে গানটা গাওয়ার পর এত ফোন আসছে, আপনিও ফোন করলেন, এটা বেশ উপভোগ্য় আমার কাছে। অনেকেই গানটি শুনছেন। বাংলায় এই গানটা সম্পর্কে জানার চেষ্টা করছেন।’

তিমির বিশ্বাস-পুষ্পা-২

‘পুষ্পা-২’ আসছে, এটা নিয়ে গোটা দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। আর এবার বাঙালি সিনেমাপ্রেমীদের এই ছবি নিয়ে আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। কারণটা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন। প্রথমবারের জন্য কোনও প্যান ইন্ডিয়া ছবি তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়ালম ভাষার পাশাপাশি বাংলাতেও মুক্তি পাচ্ছে। 

তবে ছবি মুক্তির আগে সামনে এসেছে পুষ্পা-২এর টাইটেল ট্র্যাক। পুষ্পা ২র টাইটেল ট্র্যাক বাংলায় ভাষায় গেয়েছেন তিমির বিশ্বাস। আর গানটির লিরিক্স লিখেছেন শ্রীজাত। পুষ্পার মতো এমন বিগ বাজেট ছবিতে গান গাওয়ার সুযোগ থেকে কাজের অভিজ্ঞতা Hindustan Times Bangla-র সঙ্গে ভাগ করে নিলেন তিমির বিশ্বাস। 

তিমির বিশ্বাস বলেন, ‘এই গানটার লিরিক্স লিখেছেন শ্রীজাত দা (শ্রীজাত বন্দ্যোপাধ্যায়)। উনিই এই গানের জন্য আমার নাম প্রস্তাব করেছিলেন। এই ট্র্যাকটা তো আগেই তৈরি হয়ে গিয়েছিল। তাই ওঁরা শ্রীজাত দাকে জিগ্গেস করেন, এধরনের গান বাংলাতে কে গাইতে পারবেন? তখনই শ্রীজাতদা আমার কথা ওঁদের বলেছিলেন। এরপর আমার যে সমস্ত গান আছে, সেগুলি ওনারা রিসার্চ করেন। খতিয়ে দেখেন আমার গলাটা আদৌ এই গানের সঙ্গে যাবে কিনা! সেগুলো দেখার পর ওনাদের মনে হয়, আমি হয়ত এটা করতে পারব। তখন ওনারা আমাকে ফোন করেন, আমাকে এই গানটা গাওয়ার অনুরোধ করা হয়।’

আরও পড়ুন- ‘পুষ্পা রাজ’এর গানে জুড়ে আরও এক বাঙালি অভিনেতা, আল্লু অর্জুনের জন্য বাংলায় গলা দিয়েছেন কে?

তিমির বিশ্বাস আরও জানান, ‘আমাকে চেন্নাই গিয়ে গানটি রেকর্ড করতে বলা হয়েছিল। তবে সেই মুহূর্ত আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব ছিল না। আমার এখানেও একটা কাজ চলছিল। আমি সেটা ওনাদের জানিয়েছিলাম। তখন ওনারা জানান, ওঁরাই কলকাতায় আসবেন, এখানে গান রেকর্ড হবে। গানের যিনি মিউজিক ডিরেক্টর DSP (Rockstar Devi Sri Prasad), ওঁর একজন ভয়েস রেকর্ডিং অ্যাসিসটেন্ট, নাম অভিষেক কলকাতায় এসেছিলেন। আমরা গান-বাজনা স্টুডিওতে গানটা রেকর্ড করি। অনলাইনে আমাদের সঙ্গে মিউজিক ডিরেক্টর ডিএসপি-ও ছিলেন, গেয়ে গেয়ে ওনাকে পাঠানো হচ্ছিল। উনি গ্রিন সিগনাল দেওয়ার পরই গানটা রেকর্ড করা হয়। খুবই সুন্দরভাবে কাজটা হয়েছে। ওঁরা ভীষণই পেশাদার। খুবই উপভোগ করেছি বিষয়টা।’

পুষ্পা-র মতো সর্বভারতীয়, বিগ বাজেট ছবি, যেটা গোটা দেশ এবং বিদেশেও বহু মানুষ দেখবেন, তাতে গান গেয়েছেন, সেই অনুভূতিটা কেমন?

তিমির: এটা আমার কাছে সত্যিই বড় একটা পাওনা। খুবই ভালো লাগছে। এই যে গানটা গাওয়ার পর এত ফোন আসছে, আপনিও ফোন করলেন, এটা বেশ উপভোগ্য় আমার কাছে। অনেকেই গানটি শুনছেন। বাংলায় এই গানটা সম্পর্কে জানার চেষ্টা করছেন। সবথেকে বড় কথা বাংলা একটা আঞ্চলিক ভাষা, সেটাকে ওঁরা এতটা গুরুত্ব দিচ্ছেন। এটা সত্যিই তো একটা বড় পাওনা। আমার গাওয়ার থেকেও বড় কথা, বাংলাতেও ডাব করার কথা ওঁরা ভাবছেন। 

পুষ্পা-২এর আর কোনও গানের জন্য কি প্রস্তাব এসেছে?

তিমির: নাহ, আপাতত এটাই গেয়েছি। এর পরে ডাক এলে অবশ্যই করব।

এটাকে 'স্বপ্ন পূরণ' বলবেন?

তিমির: সত্যি কথা বলতে এই স্বপ্ন আমি দেখিনি। আমি স্বপ্ন দেখি বাংলা গান গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, যেটা আমাদের গান, আমাদের মাটির গান, বাংলা সংস্কৃতির গান। যেজন্য আমরা লড়াই করছি। তবে হ্যাঁ, এটাও তো বাংলা গান, বাংলা ভাষাতেই গাওয়া হয়েছে, তাই আমার স্বপ্ন পূরণের পথে এটাও একটা পদক্ষেপ বলা চলে। কোথাও না কোথাও আমার এই বাংলা ভাষাটা গুরুত্ব পাচ্ছে।

তবে আমার একটা ইচ্ছে অন্য ভাষাতেও গান গাইতে চাই, প্লে-ব্যাক করতে চাই। জানি না, আমি পারব কিনা! তবে চেষ্টা করতে ক্ষতি কী! কিছু তো শিখতে তো পারব, নতুন অভিজ্ঞতা হবে।  

প্রসঙ্গত, সুকুমার পরিচালিত পুষ্পা ২ বা পুষ্পা: দ্য রুল ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা। ইতিমধ্যেই এই ছবির পোস্টার এবং টিজার সামনে এসেছে।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ভারী বৃষ্টি বাংলায়, ঘূর্ণিঝড় তৈরির আগেই বইবে ঝোড়ো হাওয়া, কোথায় কোথায় হবে? ২০১৯-তে স্রেফ অঘটন? আমেঠিতে পরীক্ষায় স্মৃতি, রাহুল সরে যাওয়ায় লাভ হবে কংগ্রেসের? রাজনাথ, রাহুল, স্মৃতির পরীক্ষা, আজ দেশের ৪৯ আসনে ভোট, অযোধ্যা-সহ কোথায় নজর? কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ, খোঁজ চলছে, বার্তা মন্ত্রীর জলের তলায় যাওয়া থেকে ব্যাডমিন্টন ম্যাচ! ভোটার টানতে অভিনব কসরত ভাগ্যের হাতে মার খেল RR, কারা কোয়ালিফায়ারে, কারা খেলবে এলিমিনেটর, স্পষ্ট হল ছবি সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু ‘নবীনের আমলে ওড়িশা ৫০ বছর পিছিয়ে গিয়েছে’ মুখ্যমন্ত্রীকে তোপ অমিত শাহের

Latest IPL News

সঞ্জুদের কপাল পোড়াল বৃষ্টি, ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে RR যারা আমাদের দেখে হাসছিল, তাদের জন্য… সমালোচকদের জবাব দিলেন RCB-র মহিলা ক্রিকেটার বিরাট এনার্জিই আমাদের গোটা দলকে চার্জ করত- প্লে অফে ওঠার আসল রহস্য ফাঁস সকলেই দশকের পর দশক ধরে এই RCB দলকে মনে রাখবে- কেন এমন বললেন দীনেশ কার্তিক বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ