মাই নেম ইজ খান, অ্যান্ড….! বলিউড খানদানের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি। ভারতের গ্লোবাল আইকন শাহরুখ খান। দীর্ঘ দিন দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। তবুও সাম্প্রতিককালে তাঁকে ঘিরে বিতর্ক থামবার নাম নেই! সুপারস্টারের আসন্ন ছবি 'পাঠান' ঘিরে বিতর্ক জারি রয়েছে। এই আবহেই বুধবার টুইটারে বেশ খানিক্ষণ ফ্যানেদের সঙ্গে আড্ডা দিলেন শাহরুখ। আসলে বুধবার টুইটারের দুনিয়ায় ১৩ বছর পূর্ণ করলেন বাদশা। সেই বিশেষ দিনের উদযাপন স্বরূপ অনুরাগীদের ফের একবার যা ইচ্ছে প্রশ্ন করার সুযোগ করে দেন অভিনেতা।
প্রতিবারের মতো এবার নিজের বুদ্ধিদীপ্ত জবাবে সকলকে ঘায়েল করলেন শাহরুখ। মজাদার জবাব দিলেন, মিষ্টি কথায় ট্রোলারদের কটূক্তির উত্তরও দিলেন। এদিনের #AskSrk সেশনে নিজের পদবি নিয়ে কটাক্ষের মুখে পড়লেন শাহরুখ। একদন তাঁকে বক্রোক্তির সুরে প্রশ্ন করে, ‘আপনার পূর্বপুরুষরা তো কাশ্মিরী, তাহলে আপনি নামের শেষে খান পদবি কেন ব্যবহার করেন?’এর জবাবে শাহরুখ যা বললেন তা শুনলে মুগ্ধ হয়ে যাবেন! কিং খান লেখেন, ‘গোটা বিশ্ব আমার পরিবার… পরিবারের নাম দিয়ে নিজের নাম হয় না… নিজের কর্ম দিয়েই নাম উপার্জন করতে হয়। এই সব ছোট ছোট কথায় না পড়াই ভালো’।
শাহরুখ নিজের কাশ্মীরি শিকড় নিয়ে একবার কথা বলেছিলেন ২০১০ সালে। অভিনেতা জানিয়েছিলেন কীভাবে তার পরিবারের মানুষজন দেশের এক একটা প্রান্ত থেকে উঠে এসেছেন। তিনি বলেন, ‘আমি অর্ধেক হায়দরাবাদি (মায়ের সূত্রে), অর্ধেক পাঠান (বাবার সূত্রে) আর কিছুটা কাশ্মীরি (ঠাকুমার সূত্রে), জন্মেছি দিল্লিতে, কাজ করছি মুম্বইয়ে, স্ত্রী পঞ্জাবি, টিম কলকাতার আর হৃদয়টা গোটা ভারতের’।
কাশ্মীর উপত্যকার সঙ্গে শাহরুখের নিবিড় যোগসূত্র থাকলেও খুব বেশি সেখানে যান না অভিনেতা। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালে ‘জব তক হ্যায় জান’-এর শ্যুটিংয়ে কাশ্মীরে হাজির হয়েছিলেন শাহরুখ। সেইসময় টুইট বার্তায় এসআরকে জানিয়েছিলেন, ঠাকুমার স্মৃতি ঘুরিয়ে দেখাতে তাঁর বাবা বরাবর তাঁকে কাশ্মীর নিয়ে যেতে চেয়েছিলেন যা সম্ভবপর হয়ে উঠেনি। তাই সেখানে গিয়ে বাবার স্মৃতিতে ডুব দিয়েছিলেন নায়ক।
বুধবারে #AskSrk সেশনে একাধিকবার তির্যক প্রশ্নের মুখে পড়েন নায়ক। শাহরুখকে ট্রোল করে একজন লেখেন, ‘পাঠান ইতিমধ্যেই একটা বড় বিপর্যয়, অবসর নিয়ে নিন’। জবাবে বাদশা লেখেন, ‘বেটা, বড়দের সঙ্গে এমনভাবে কথা বলতে নেই’। শাহরুখের কাছ থেকে এমন সপাট জবাব শুনে তড়িঘড়ি নিজের লেখা টুইট মুছে ফেলে ওই নিন্দক। কিন্তু সেই টুইটের স্ক্রিনশট নিমেষেই ভাইরাল হয়ে যায়। ট্রোলারদের মোক্ষম জবাব দিতে শাহরুখ খান যে ওস্তাদ তা ফের বুঝিয়ে দিলেন অভিনেতা।
আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। তার আগে ১০ই জানুয়ারি মুক্তি পাবে এই ছবির ট্রেলার। ‘পাঠান’-এ গুপ্তচরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি এই ছবির হাত ধরেই চার বছর পর রুপোলি পর্দায় ফিরছেন শাহরুখ। ২০২৩ সাল জুড়ে বক্স অফিসে একের পর এক শাহরুখের ছবি। শুরুটা হচ্ছে পাঠান দিয়ে, এরপর আটলির পরিচালনায় ‘জওয়ান’ এবং রাজ কুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হবেন এসআরকে।