বাংলা নিউজ > বায়োস্কোপ > টুইটারে ভারতের ভুল মানচিত্র পোস্ট! ক্ষমা চাইলেন ফারহান আখতার

টুইটারে ভারতের ভুল মানচিত্র পোস্ট! ক্ষমা চাইলেন ফারহান আখতার

ক্ষমা চাইলেন ফারহান (আইএনএস)

নাগরিক সংশোধনী আইনের প্রতিবাদে পথে নামছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহান আখতার। এই কথা টুইটারে জানাতে গিয়ে নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা ফারহান আখতার।
  • টুইটারের দেওয়ালে ভারতের ভুল মানচিত্র পোস্ট করে ক্ষমা চাইতে বাধ্য হলেন ফারহান।
  • নাগরিক সংশোধনী আইনের প্রতিবাদে পথে নামছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহান আখতার। এই কথা টুইটারে জানাতে গিয়ে নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা ফারহান আখতার। টুইটে ভারতের ভুল মানচিত্র পোস্ট করে ক্ষমা চাইতে বাধ্য হলেন পর্দার মিলখা সিং।


    বুধবারই টুইট করে ফারহান জানান কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানানোর দিন শেষ। টুইট বার্তায় ফারহান জানান, ‘১৯ অগস্ট মুম্বইয়ের ক্রান্তি ময়দানে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের দিন শেষ’। এই টুইটের সঙ্গেই একটি ছবি পোস্ট করেন ফারহান। যেখানে নাগরিক সংশোধনী আইন এবং এনআরসি-র ক্ষতিকারক দিক কি কি হতে পারে তা তুলে ধরার চেষ্টা করেন,যার সঙ্গে যুক্ত ছিল ভারতের মানচিত্র।

    টুইটারের বাসিন্দারা শীঘ্রই ফারহানের চোখে আঙুল দিয়ে দেখান, তিনি ভারতের ভুল মানচিত্র পোস্ট করেছেন। দেরি না করে দ্রুত ক্ষমা চেয়ে নেন ফারহান আখতার। জানান, 'গোটা কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভুল মানচিত্রটিকে আমি প্রত্যাখান করছি'।


    নাগরিক সংশোধনী আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও পার্সি ধর্মাবলম্বী শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নিদান থাকলেও মুসলিম সম্প্রদায়ভুক্তদের সেই সুবিধা দেওয়া হয়নি।

    জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে রবিবার রাতে ছাত্র নিগ্রহের অভিযোগের পর থেকে গোটা পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠেছে। সিএএ নিয়ে ছাত্রদের প্রতিবাদের সময় জোর করে পুলিশ ক্যাম্পাসে ঢুকে মারধর করে বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

    চলচ্চিত্র জগতের বহু তারকাই গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ফারহান আখতারের বাবা চিত্রনাট্যকার, গীতিকার জাভেদ আখতার, পরিচালক মহেশ ভাট, পরিচালক অনুরাগ কশ্যাপ থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, ভিকি কৌশল, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা ছাত্রদের শান্তিপূর্ন আন্দোলনে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

    বন্ধ করুন