সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত গদর-২ সুপার হিট। গদর-২ নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারের মুখোমুখি হন আমিশা। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি এই ছবিতে কোনও কিছু পরিবর্তন করতে চান কিনা? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমিশা বলেন, ‘আসলে কিছুই না কিন্তু আমি যদির এই ছবির সম্পাদক (Editor) হতাম। তাহলে কিছু জিনিস বদলে দিতাম এবং পুনরায় সম্পাদনা করতাম এবং এটা আরও মচমচে (crisper), আকর্ষণীয় করে তুলতাম।’
এদিকে আমিশার এমন মন্তব্যে অনেকের প্রশ্ন, তবে কি গদর-২র সাফল্যেও মন ভরেনি আমিশার। প্রসঙ্গত গদর-২র শ্যুটিং চলাকালীন পরিচালক অনিল শর্মা ও তাঁর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন আমিশা। শ্যুটিং সেটে চরম অব্যবস্থার অভিযোগ এনেছিলেন তিনি। মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনারদের প্রাপ্য পারিশ্রমিক না দেওয়ারও অভিযোগ এনেছিলেন আমিশা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন অনিল শর্মা।
আরও পড়ুন-নতুনভাবে ‘বন্দে-মাতারম্’ আনছেন, AR রহমানের গানের সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন কুমার শানু
আরও পড়ুন-বউ মারে, কামড়েও দেয়! পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে অভিযোগ স্যামের
প্রসঙ্গত, অনিল শর্মা পরিচালিত গদর ২, সানি দেওল তারা সিং-এর চরিত্রে এবং আমিশা তাঁর স্ত্রী সাকিনার চরিত্রে অভিনয় করেছেন। এটি ১৯৭১ সালের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। তারা ও সাকিনার ছেলে চরণজিৎ সিংএর চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। চরণজিৎকে পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে উদ্ধার করতে পাকিস্তানে যাত্রা করেন তারা সিং।
প্রসঙ্গত, ১১ অগস্ট মুক্তি পেয়েছে গদর-২। sacnilk.com-এররিপোর্ট অনুসারে, বৃহস্পতিবার গদর ২ ২২ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে। এই ছবি দেশীয় বাজারে ইতিমধ্যেই ২৮৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আশা করা হচ্ছে, চলতি শুক্র-শনি-রবি-র ব্যবসার অঙ্ক ধরলে গদর-২র ব্যবসা সাড়ে তিনশো কোটি ছাপিয়ে যাবে। কোভিড পরবর্তী খরা কাটিয়ে ২০২৩ সবচেয়ে উপার্জিত বলিউড ছবি হিসেবে প্রথম স্থানে রয়েছে ‘পাঠান’। শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের ছবি বিশ্বব্য়াপী বক্স অফিসে হাজার কোটির উপর ব্যবসা করেছিল। যার মধ্যে ভারতীয় বাজার থেকে পাঠানের আয় ছিল ৫৪৩ কোটি (sacnilk.com-এর রিপোর্ট অনুসারে)। আপাতত পাঠানোর পরেই নাম রয়েছে গদরের। আশা করা যাচ্ছে, বক্স অফিসের এই ধারা বজায় থাকলে হয়তো ৫০০ কোটির ঘর ছুঁয়ে ফেলতে পারবে ‘গদর ২’-। 'পাঠান'-এর রেকর্ড ভেঙে ফেলতে পারে এই ছবি।