বাংলা নিউজ > বায়োস্কোপ > Indian Idol 12: আমিত কুমারের বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন হোস্ট আদিত্য নারায়ন!

Indian Idol 12: আমিত কুমারের বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন হোস্ট আদিত্য নারায়ন!

অমিত কুমারের বিতর্কিত মন্তব্য় নিয়ে নিজের মত প্রকাশ করলেন শোয়ের হোস্ট আদিত্য।

‘শো থামিয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছিল’, আমিত কুমারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মত জাহির করলেন ‘ইন্ডিয়ান আইডল’-এর হোস্ট আদিত্য নারায়ন।

‘ইন্ডিয়ান আইডল’-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোড নিয়ে কিশোর-পুত্র অমিত কুমারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মত প্রকাশ করতে দেখা গেল এই রিয়েলিটি শো-এর হোস্ট আদিত্য নারায়নকে। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর মঞ্চে হাজির ছিলেন অমিত কুমার। যেখানে বিশেষভাবে সম্মান জানানো হয় কিশোর কুমারকে তাঁর ১০০টি গানের দ্বারা। শুধু প্রতিযোগীরা নন, গান গাইতে দেখা গিয়েছিল শো-এর বিচারক নেহা কক্কর, হিমেশ রেশামিয়া ও অনু মলিককেও। সেখানেই বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন অমিত। দর্শকদের খুব একটা পছন্দ হয়নি সেই এপিসোড। বিস্ফোরক মন্তব্য করেছেন অমিতও। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই নেট দুনিয়া সরগরম। 

অমিত কুমার জানিয়েছেন, টাকার জন্য তিনি অতিথি বিচারক হতে রাজি হয়েছিলেন। আরও বলেন, শ্যুটিং শুরুর আগেই তাঁকে সকল প্রতিযোগির প্রশংসা করতে বলা হয়েছিল। সেদিন কারও গান তাঁর ভালো লাগেনি। অমিতের মিডিয়াকে দেওয়া এই মন্তব্য নিয়েই এবার মুখ খুললেন আদিত্য। 

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য নারায়ন বলেন, ‘অমিতজি-র প্রতি সম্মান জানিয়েই বলছি, মাত্র এক ঘণ্টায় কিশোর কুমারের মতো একজন কিংবদন্তি গায়ককে সম্মান জানানো সত্যিই কঠিন। তারওপর মহামারীর জন্য আমার দমনে শ্যুটিং করছি সীমিত সংখ্যায় ক্রু, টিম নিয়ে। প্রতিযোগীরা সেভাবে রিহার্সলও করতে পারছে না। তাও আমরা সপ্তাহের পর সপ্তাহ নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করছি দর্শকদের সামনে।’

আদিত্য আরও বলেন, ‘উনি এর আগেও বহুবার আমাদের শো-তে এসেছেন। প্রতিযোগীদের প্রশংসা করেছেন। এবারেও উনি সবার প্রশংসা করেছেন খোলা মনে। কিশোর কুমারকে নিয়ে না জানা গল্পও করেছেন।’

বন্ধ করুন