বক্স অফিসে এখন শাহরুখ শাসন! ‘জওয়ান’ সুনামি জারি রয়েছে গোটা বিশ্বে। মুক্তির পর মাত্র ৮ দিনেই দেশের বক্স অফিসে প্রায় ৩৬৬ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে অ্যাটলির এই ‘মাস এন্টাটেনার’। শাহরুখ প্রমাণ করে দিয়েছেন বক্স অফিসের আল্টিমেট কিং খান তিনি! ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ ফের এবার হলমুখী করেছে দর্শকদের। দক্ষিণের চাপ কোণঠাসা বলিউডকে নতুন অক্সিজেন দিয়েছেন বাদশা। শাহরুখে মুগ্ধ আম জনতা থেকে সেলেবরা। শুভেচ্ছা উড়ে আসছে সব দিক থেকে, তালিকায় নতুন সংযোজন আল্লু অর্জুন। আরও পড়ুন-পাঠান, গদর ২-ডাহা ফেল! ৫ দিনেই ৩০০ কোটির ঘরে শাহরুখের ‘জওয়ান’, বিশ্বে আয় কত?
ব্লকবাস্টার জওয়ান-এর জন্য শাহরুখক অভিনন্দন বার্তা দিলেন আল্লু, পালটা জবাব দিলেন বাদশা। মাস খানেক আগেই তেলুগু সুপারস্টার আল্লুর ‘পুষ্পা’য় মজেছিল গোটা দেশ। তাঁর চলন-বলন সবই ছিল হিট, সেই জায়গা দখল করেছেন শাহরুখ। তাতে আফসোস নেই, বরং আল্লু লিখলেন- ‘শাহরুখ খানকে এহেন মাস-হিরোর অবতারে আগে কখনও দেখা যায়নি। তাঁর চার্মে মজে গোটা দেশ এবং বিশ্ব। তাঁর সোয়্যাগ অতুলনীয়। আপনার জন্য সত্যি খুশি স্যার, আমরা সবাই প্রার্থনা করেছিলাম’।
কম যান না শাহরুখও! বাদশাহি ভঙ্গিতে পুষ্পারাজের প্রশংসার জবাব ফেরালেন তিনি। জানালেন, আল্লুর প্রার্থনায় স্বার্থক তাঁর দিন। কিং খান লেখেন- ‘অসংখ্য ধন্যবাদ তোমায়। এই ভালোবাসা আর প্রার্থনার জন্য আমার অশেষ কৃতজ্ঞতা। আর তুমি আমার সোয়্যাগের কথা বলছো? মশাই তুমি তো নিজেই আগুন! এটা শুনে আমার দিন স্বার্থক। ফের একবার জওয়ান মনে হচ্ছে (নিজেকে)!! আজ একটা কথা ফাঁস করি, আমি একটানা তিন দিন পুষ্পা দেখেছি, তোমার থেকে অনেক শিখেছি’। উষ্ণ আলিঙ্গন, শীঘ্রই দেখা করে তোমাকে জড়িয়ে ধরব কথা দিলাম!! সোয়্যাগে থেকো, অনেক ভালোবাসা'।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। আর প্রথমদিনই সকলকে তাক লাগিয়ে সব রেকর্ড ভেঙে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলে এই ছবি। তারপর লাফিয়ে লাফিয়ে বেড়েছে আয়ের পরিমাণ। গত রবিবার গোটা দেশে ৮১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল এই ছবির। একদিনে এই প্রথম কোনও বলিউড ছবি এত টাকা আয় করল। বিশ্ব বক্স অফিসে ইতিমধ্যেই ৬০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি।
প্রসঙ্গত ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। এখানে তিনি বিক্রম রাঠোর এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে মুখ্য মহিলা চরিত্র তথা দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের।