1/5ওপার বাংলার পাশাপাশি এপার বাংলায়ও সমানভাবে জনপ্রিয় জয়া আহসান। শুধু অভিনয় দিয়ে নয়, সৌন্দর্য দিয়েও জায়গা করে নিয়েছেন লাখ লাখ অনুরাগীর মনে। জয়ার চেহারায় বয়সের ছাপ বোঝার বিন্দুমাত্র উপায় নেই। এবারে যে ছবি দিলেন ইনস্টায় তা চমকে দেওয়ার মতো বটে!
2/5কমলা রঙের উলের ট্রাউজার আর জ্যাকেট পরেছেন জয়া। সঙ্গে কালো ব্রালেট। খোলা চুল কাঁধের উপরে ছড়িয়ে রাখা। সঙ্গে চোখ টানছে বক্ষবিভাজিকা। সত্যি চোখ ফেরানো যাচ্ছে না জয়ার উপর থেকে।
3/5এক অনুরাগী কমেন্ট করেছেন, ‘আপনি এখনও কীভাবে এত আকর্ষণীয় বলুন তো, চোখ ফেরাতে পারি না আপনার থেকে।’ অপরজন লিখলেন, ‘আপনাকে কখনও বাজে দেখতে লাগে না কেন বলুন তো!’
4/5তবে তা বলে শুধুই যে প্রশংসা আসে এমন নয়, সোশ্যাল মিডিয়ায় হামেশাই ট্রোল হন। সম্প্রতি Times Of India-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমি বাজে মন্তব্যগুলি নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারে।’
5/5‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন। অতনু ঘোষের ছবি ‘বিনি সুতোয়’ জুটি বেঁধেছিলেন ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে, আর এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে আনন্দলোক পুরস্কার পান তিনি।