বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বিয়েতে বেশি গুরুত্বপূর্ণ শরীরী আকর্ষণ’, নাতনি বিয়ে না-করে বাচ্চা নিলেও রাগ করবেন না জয়া বচ্চন

‘বিয়েতে বেশি গুরুত্বপূর্ণ শরীরী আকর্ষণ’, নাতনি বিয়ে না-করে বাচ্চা নিলেও রাগ করবেন না জয়া বচ্চন

নভ্যা বিয়ে না করে বাচ্চা নিলেও আপত্তি নেই জয়ার। 

নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শো-তে বিয়ে, বাচ্চা, বর্তমাণ প্রজন্মের কাছে শারীরিক সম্পর্কের গুরুত্ব নিয়ে কথা বললেন জয়া বচ্চন। অনেকেই হয়তো সহমত হতে পারবেন না অমিতাভ-স্ত্রীর এমন কথার সঙ্গে। 

‘শারীরিক আকর্ষণ’ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনও বিয়ে টিকিয়ে রাখতে, মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্টে এরকমটাই বলতে শোনা গেল জয়া বচ্চনকে। কথা প্রসঙ্গে জয়া এটাও বললেন যে ‘আমাদের সময় তো এত এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল না’! আর সেই প্রসঙ্গই উঠে এল শরীরী আকর্ষণ কতটা গুরুত্বপূর্ণ, কারণ তাঁর মতে কোনও বিয়েই শুধু ‘ভালোবাসা, মানিয়ে নেওয়া’ দিয়ে টিকতে পারে না। বললেন, নভ্যা যদি বিয়ে না করে বাচ্চা নেয় তাহলেও তাঁর কোনও সমস্যা নেই।

জয়া বলেন, ‘অনেকেরই এটা আপত্তিকর লাগতে পারে কিন্তু শারীরক আকর্ষণ থাকাটা খুব দরকার। আমাদের সময় পরীক্ষানিরীক্ষা করার সুযোগ ছিল না। কিন্তু আজকের জেনারেশন এটা করে আর করবে নাই বা কেন? কারণ একটা সম্পর্ক দৈর্ঘদিন টিকিয়ে রাখতে এটাও খুব গুরুত্বপূর্ণ। শরীরিক টান না থাকলে কোনও সম্পর্কই দীর্ঘদিন টেকে না। তুমি ভালোবাসা আর মানিয়ে নেওয়ার উপর সারাজীবন ভর করতে পারবে না। আমার তো মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ।’

‘আজকের ইয়ং জেনারেশন যেটা করে তা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তবে শ্বেতার জেনারেশনও করেছে। নভ্যারা তো আলাদাই একটা ব্যাপার। অনেকেই আছে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে ভয় পায়। যেটা আমার তো মনে হয় না কোনও ভুল। আরে তুমি সেই বুঝে সিদ্ধান্ত নিতে পারবে। যদি তুমি দেখো তোমার একটি শারীরিক সম্পর্ক ছিল এবং তোমার মনে হয় ওটা ছাড়া আমার সম্পর্ক সেভআবে চলল না, তাহলেও তুমি এটার ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে।’, জানান অমিতাভ-পত্নী।

এরপর তরুণ প্রজন্মের জন্য উপদেশ দিয়ে জয়া বলেন, ‘‘বর্তমান সময়ে যখন আবেগ কমেছে, আমার তো মনে হয় রোম্যান্সের জন্য প্রিয় বন্ধুকে বিয়ে করা ভালো। তোমার একটা ভালো বন্ধু থাকতেই হবে, তুমি তার সঙ্গে কথা বলার সময় বলতে পারবে, ‘আমার তোমাকে ভালো লাগে, তোমার থেকে তাই বাচ্চা চাই’। ‘আমার মনে হয় তুমি খুব ভালো, তাই চলো আমরা বিয়ে করে নেই। কারণ এটাই সোসাইটি বলছে।’ আমার সত্যি কোনও সমস্যা নেই যদি তুমি (নভ্যা) বিয়ে না করে বাচ্চা নাও, কোনও সমস্যা নেই আমার।’’

অমিতাভ আর জয়ার বড় মেয়ে শ্বতা নন্দার কন্যা নভ্যা নভেলি নন্দা। মামা বা দাদুর মতো গ্ল্যামার দুনিয়ায় আসার তার কোনও ইচ্ছেই নেই বলে জানিয়েছেন। বরং, বাবার ব্যবসাতেই যোগ দিতে চান। এদিকে শ্বেতার আরেক সন্তান ছেলে অগস্ত্য ঢুকে গিয়েছেন বলিউডে, ডেবিউ করবেন জোয়া আখতারের ‘দ্য অর্চিস’ দিয়ে।

 

বন্ধ করুন