যাকে বলে, তীরে এসে তরী ডুবল। সিসিএলের (সেলেব্রিটি ক্রিকেট লিগ) কোয়ালিফায়ার ম্যাচে জয় হল না বেঙ্গল টাইগার্সের। কর্ণাটকা বুলডজারের কাছে হেরে গেল টিম। তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এদিনের ম্যাচে।
শুক্রবার ছিল অভিনেতা যিশু সেনগুপ্তর জন্মদিন। তাঁর আরেক পরিচয় হল, তিনি বেঙ্গল টাইগার্স টিমের অধিনায়কও। এই বছর তিরুবনন্তপুরমে জন্মদিন কাটান তিনি। আর বেঙ্গল টাইগার্সের সহ-খেলোয়ারদের সঙ্গেই তিনি উপভোগ করেন জন্মদিনের আগের রাতটা।
আরও পড়ুন: ‘মমতার বাড়িতে তো…’! কে ধাক্কা মারল মুখ্যমন্ত্রীকে, প্রশ্ন তুললেন রুদ্রনীল
বিকেলে ছিল ম্যাচ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলার তারকারা। ১০ ওভার করে দুটো ইনিংসে খেলা হচ্ছে ম্যাচ সিসিএলে। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৮৬ রান করে বাংলার টিম। আর কর্ণাটকারা খেলতে নেমে করে ৪ উইকেটে ১১৪। দ্বিতীয় ইনিংসে বাংলার রান ওঠে ৬ উইকেটে ১২৭। আর কর্ণাটক ২ উইকেটেই ১০০ তুলে নেয়। ৮ উইকেটে জয় এসেছে কর্ণাটক বুলডোজারের।
আরও পড়ুন: অ্যাঞ্জিওপ্লাস্টির পরেই ISPL-এর মাঠে অমিতাভ? ‘অপারেশনের খবর…’, জানিয়ে দিল বিগ বি
শুক্রবার ছিল আরও একটি সেমি ফাইনালের ম্যাচ। মুখোমুখি হয়েছিল চেন্নাই রাইনোস আর মুম্বই হিরোজ। সেই ম্যাচে জয় এসেছে রীতেশ দেশমুখের মুম্বইয়ের। শনিবার ফের মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স আর মুম্বই হিরোজরা। এদিনের ম্যাচে যারা জিতবেন, তাঁরাই পৌঁছবেন ফাইনালে। মানে রীতেশের টিমকে হারাতেই হবে যিশুদের।
আরও পড়ুন: ‘যখন আমরা সঙ্গী বাছি…’! একাধিক প্রেমিকা ছিল পরমব্রতর, জীবনের পাঠ পড়ালেন পিয়া
বাংলার হয়ে এবারে খেলেছেন যেই তারকারা, তাঁরা হলেন যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় মুখোপাধ্যায়, জয়ী দেবরায়, বনি সেনগুপ্ত, উদয় প্রতাপ সিং-রা। এর আগে কেরালা, পঞ্জাব, ভোজপুরি টিমকে হারিয়েছেন তাঁরা। তবে কিচ্চা সুদীপের অধিনায়কত্বে কর্ণাটক শুরু থেকেই ভালো খেলেছে। এমনকী রেটিং চার্টেও একদম প্রথমে নাম ছিল এই টিমের।
সিসিএলের দশম এডিশনে বাংলার হাতে ট্রফি আসুক এই প্রার্থনা ভক্তদের। চলতি বছরে দেশের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের তারকাদের নিয়ে তৈরি এই ক্রিকেট লিগে অংশ নিয়েছিল দেশের মোট আটটি দল। ২০১০ সালে শুরু হয়েছিল সিসিএল। এই প্রথম সেমি ফাইনাল অবধি পৌঁছল বেঙ্গল টাইগার্সরা। এবার দেখার ফাইনালে যাওয়ার সুযোগ তাঁরা পান কি না, মুম্বইকে হারিয়ে।