সদ্যই গোটা বাংলা জুড়ে সাড়ম্বরে পালিত হল কবিগুরুর জন্মদিন। বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে চারদিকে কত অনুষ্ঠান, কত আয়োজন। রবীন্দ্র ভারতী থেকে বিশ্বভারতী সর্বত্র প্রথা মেনে অনুষ্ঠিত হল নানা অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ার যুগে সকলে নিজেদের মতো করে পালন করলেন এই বিশেষ দিন। বাদ গেল না মিও আমারে।
হ্যাঁ, ঠিকই পড়লেন! এই বিখ্যাত কনফেকশনারি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ কেকের আয়োজন করেছিল। রবীন্দ্রনাথের 'বার্থডে থিম' কেক বানিয়েছিল তারা। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরপাক খাচ্ছে।
জনৈক ব্যক্তি একটি খাবারের গ্রুপে এই কেকের ছবি পোস্ট করেন। আর তাতেই হইচই বাঁধে। কেউ হেসে কুটোপুটি খেলেন তো কেউ বেজায় চটলেন। কী ছিল সেই কেকে?
কেকটিতে দেখা যাচ্ছে শিউলি ফুল আঁকা কেকের উপরে। তার উপর রাখা গান বাজনার সরঞ্জাম। এই যেমন 'তুবড়ে যাওয়া' তানপুরা, হারমোনিয়াম, তবলা সবই ছিল। বাদ যায়নি গীতবিতান এবং সঞ্চয়িতা। কেকের নাম রাখা হয়েছে কবি প্রণাম। দাম? মাত্র ৪৫০ টাকা! এক ব্যক্তি এই কেকের ছবি পোস্ট করে লেখেন, 'কবিগুরুকে উৎসর্গ করে কবি প্রণাম কেক।'
এই পোস্টে অনেকেই মজার বিষয় খুঁজে পেয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'গীতাঞ্জলি খেয়ে বের করে দেবেন, এটা মোটেই খুব একটা অ্যাসথেটিক ব্যাপার নয়।' আরেকজন লেখেন, 'গীতাঞ্জলি হজম হবে?' আরেক ফেসবুকবাসীর মতে, 'ন্যাকামো যত। গীতবিতান কেক নাকি! আদিখ্যেতার শেষ নেই।' কেউ কেউ কবিগুরুকে নিয়ে এমন ভাবনা দেখে আবার বেজায় চটেছেন। তাঁদের মতে সব জিনিস নিয়ে থিম না করাই ভালো।
সে যতই বিতর্ক দানা বাঁধুক আপাতত সোশ্যাল মিডিয়ায় এই কেক হিট! ব্যাপক ভাইরাল হয়েছে এই ছবি।