বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana Ranaut on Deepika Padukone: অস্কারে দীপিকার কালো গাউন লুক কি ভালো লাগেনি কঙ্গনার? টুইট করে কী লিখলেন দেখুন

Kangana Ranaut on Deepika Padukone: অস্কারে দীপিকার কালো গাউন লুক কি ভালো লাগেনি কঙ্গনার? টুইট করে কী লিখলেন দেখুন

দীপিকা পাড়ুকোনের অস্কার লুকের প্রশংসায় কঙ্গনা রানাওয়াত। 

অস্কার থেকে দীপিকা পাড়ুকোনের ভিডিয়ো শেয়ার করলেন টুইটারে কঙ্গনা রানাওয়াত। কী লিখলেন কুইন নায়িকা রণবীর সিং-এর বউয়ের নামে?

অস্কার ২০২৩-এ এবার ভারতের জয়জয়কার। দুটি ভারতীয় ছবি জিতে নিয়েছে অ্যাওয়ার্ড। সেরা মৌলিক গানের জন্য পুরস্কার পেল এসএস রাজামৌলির আরআরআর সিনেমার গান ‘নাটু নাটু’ গানটি। ভারতীয় প্রযোজনায় প্রথম কোনও গান যা জিতল সেরা গানের সম্মান। মঞ্চে পুরস্কার নিতে ওঠেন এমএম কিরাবানি আর চন্দ্রবোস। অন্য দিকে, ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ বিভাগে জিতে নিয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। এই বিভাগেও আগে পুরস্কার আসেনি দেশে।

চলতি বছরের অস্কারে উপস্থাপক হিসাবে দেখা মিলেছে বলউড নায়িকা দীপিকা পাড়ুকোনের। লুই ভিতোঁর মারমেইড স্টাইলের কালো গাউন। অভিনেত্রী এদিন বেছে নেন কারটিয়েরের গয়না। মেকআপে সবচেয়ে চোখ টানে অভিনেত্রীর উইংড আইলাইনার। চুল বেঁধেছিলেন মেসি বানে। আর দীপিকাকে নিয়ে টুইট করেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত স্বয়ং। আরও পড়ুন: অস্কারের মঞ্চে ‘ব্ল্যাক লেডি’ দীপিকা, কালো গাউনে রেড কার্পেটে আগুন ধরালেন নায়িকা

মঞ্চে নাটু নাটু-র লাইভের ঘোষণা শোনা যায় তাঁরই গলায়। বলেন, ‘বাস্তব জীবনের ভারতীয় বিপ্লবীদের মধ্যে বন্ধুত্ব নিয়ে নির্মিত চলচ্চিত্র 'RRR'-এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের সময় বাজানো হয়েছে নাটু নাটু গানটি৷ …এটি ইউটিউব এবং টিকটকে লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। সারা বিশ্বের সিনেমা থিয়েটারে দর্শকরা নেচেছেন এই গানের তালে। এটি ভারতীয় প্রযোজনার প্রথম গান যা অস্কারের জন্য মনোনীত হয়েছে। আপনি কি নাটু জানেন? রইল আরআরআর ফিল্ম থেকে নাটু নাটু।’ আরও পড়ুন: অস্কার পেল না বাঙালি! শৌনক সেনের অল দ্যাট ব্রিদস-এর স্বপ্নভঙ্গ ‘সেরা তথ্যচিত্রে’

দীপিকার এই ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা রানাওয়াত টুইট করেছেন, ‘কি সুন্দর @deepikapadukone-কে লাগছে। ওখানে দাঁড়ানো সহজ নয় সমগ্র জাতিকে একত্রিত করে, ভাবমূর্তিকে তুলে ধরে, দেশের খ্যাতি নিজের কাঁধে বহন করে। এত কোমল এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললল। ভারতীয় নারীরা সেরা আরও একবার প্রমাণ করলেন দীপিকা পাড়ুকোন।’ আরও পড়ুন: RRR-এর নাটু নাটু জিতল অস্কার! পুরস্কার জিতে গান গেয়ে কিরাবানি দিলেন বিজয় ভাষণ

এমনিতে দীপিকা আর কঙ্গনায় আদায়-কাঁচকলায় সম্পর্ক। একাধিকবার দীপিকাকে কটাক্ষ করেছেন কঙ্গনা। আর তাই কঙ্গনার টুইট কিছুটা বিষ্ময় হয়েই ধরা দিয়েছে নেট-নাগরিকদের কাছে।

তাঁর টুইটের প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য সত্যিই গর্বিত মুহূর্ত...।’ অন্য একজন ভক্ত বলেছেন, ‘একজন মহিলা অন্য মহিলাকে সমর্থন করছেন, কত সুন্দর।’ অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বিশ্বকাপ ফুটবলের পরে এখানে ভারতের প্রতিনিধিত্ব করলেন দীপিকা। গর্বিত।’ লিখেছেন আরেক টুইটার ব্যবহারকারী।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন