বয়স মাত্র ২৪। ভয়াবহ পথ দুর্ঘটনায় পা হারালেন কন্নড় অভিনেতা সূরজ কুমার। যিনি কিনা আবার ‘ধ্রুওয়ান’ নামেও পরিচিত। জানা যাচ্ছে, কর্ণাটকের বেগুরের কাছে মাইসুরু-গুন্ডলুপার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তাঁকে দ্রুত মাইসুরুর মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানাচ্ছেন সুরজ তাঁর ডান পায়ে একটি বড়সড় আঘাত পেয়েছেন। অভিনেতার জীবন বাঁচাতেই তাঁর ডান পায়ের হাঁটুর নীচের অংশ কেটে ফেলতে হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে খবর, সূরজ যে বাইকে ছিলেন, সেটি মাইসুরু থেকে উটির দিকে যাচ্ছিল। শনিবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাইকটি একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরে তারপর সেটি একটি লরিতে ধাক্কা মারে। পিষে যায় সূরজের ডান পা। তাই সেটি কেটে বাদ দেওয়া ছাড়া উপায় ছিল না বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
আরও পড়ুন-‘এই শহরেই এক রেস্তোরাঁয় প্রেম করতে যেতাম, সেটা ছিল আমার প্রথম ভালোবাসা’, অকপট শোলাঙ্কি
আরও পড়ুন-যশ নন, তবে পার্টিতে এ কাকে জড়িয়ে ধরে নাচলেন নুসরত! সামনে এল ভিডিয়ো
আরও পড়ুন-মার্কিন মুলুকে 'ছাইয়া ছাইয়া' গানে মোদীকে অভ্যর্থনা, শাহরুখ বললেন, 'ওখানে থাকলে নাচতাম…'
জানা যাচ্ছে, ২৪ বছর বয়সী এই অভিনেতা কর্ণাটকের নামী অভিনেতা ড: রাজকুমারের স্ত্রী পারবথাম্মার ভাইপো।পারবথাম্মা নিজেও একজন প্রযোজক, ফিল্ম ডিস্ট্রিবিউটর। সূরজ কুমাপ আবার চলচ্চিত্র প্রযোজক এস এ শ্রীনিবাসের ছেলে। দুর্ঘটনার পর কন্নড় সুপারস্টার শিবরাজ কুমার ও তাঁর স্ত্রী সুরজকে হাসপাতালে দেখতে যান।
জানা যাচ্ছে, অনুপ অ্যান্টনি পরিচালিত ভগবান ‘শ্রী কৃষ্ণ পরমাথমা’ দিয়ে সূরজ কুমারের সিনেমার দুনিয়ায় অভিষেক হওয়ার কথা ছিল। কন্নড় তারকা দর্শন ছবিটি লঞ্চ করেছিলেন, তবে কোনও অজানা কারণে ছবির কাজ স্থগিত করা হয়। রথম নামে আরেকটি ছবিতে কাজ শুরু করেছিলেন সূরজ কুমার। সুরজ প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের সঙ্গেও একটা ছবির জন্য সই করেছেন।