বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar in Indian Idol 13: প্রেম করছেন বিদিপ্তা? ইন্ডিয়ান আইডলে প্রশ্ন করণ জোহরের

Karan Johar in Indian Idol 13: প্রেম করছেন বিদিপ্তা? ইন্ডিয়ান আইডলে প্রশ্ন করণ জোহরের

ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিদিপ্তা-ঋষির গানে সত্যিকারের রোমান্স খুঁজে পেলেন করণ!

Karan Johar in Indian Idol 13: ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসছেন করণ জোহর। বিদিপ্তা-ঋষির গানে মুগ্ধ হলেন তিনি। আবার তাঁদের মধ্যে খুঁজে পেলেন রোমান্স!

ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিশেষ অতিথি হয়ে আসছেন স্বয়ং করণ জোহর। আর তাঁকে স্বাগত জানাতে প্রেমের গান গেয়ে সকলকে মুগ্ধ করে দিলেন এবারের দুই প্রতিযোগী, বিদিপ্তা এবং ঋষি। তাঁদের গান এবং রসায়ন দেখেই এতটাই মুগ্ধ হয়ে যান করণ যে তিনি প্রশ্নই করে ফেলেন তাঁদের মধ্যেও কি বিশেষ কোন রসায়ন গড়ে উঠেছে?

সোনি টিভির তরফে ইন্ডিয়ান আইডল সিজন ১৩ -এর নতুন প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়েছে। শুক্রবার বিকেলে এই ভিডিয়োটি তাঁদের ফেসবুক পেজে পোস্ট করা হয়। সেখানে ঋষি এবং বিদিপ্তাকে গান গাইতে দেখা যায়। এবং সঙ্গে বিশেষ অতিথির আসনে দেখা যায় করণ জোহরকে। এই ভিডিয়ো পোস্ট করে সোনি টিভির তরফে ক্যাপশনে লেখা হয়, 'ঋষি আর বিদিপ্তার দারুণ পারফরমেন্সের মধ্যে করণ জোহর তাঁদের মধ্যে দেখতে পেলেন রোমান্সের ঝলক। এঁদের দেখুন ইন্ডিয়ান আইডল সিজন ১৩-তে।' এই সপ্তাহের শনি রবিবার ধর্মা প্রোডাকশন স্পেশাল পর্ব অনুষ্ঠিত হবে। সেখানেই বিশেষ অতিথি হিসেবে থাকবেন করণ জোহর।

এখানে ইন্ডিয়ান আইডলের এবারের দুই প্রতিযোগী বিদিপ্তা চক্রবর্তী এবং ঋষি সিং দোস্তানা ছবির দিল লাগি নে দিই হাওয়া গানটি গান। ঋষি প্রেমের মেজাজ নিয়ে বিদিপ্তার দিকে ফিরে গানটি শুরু করেন। তারপর তাঁর গানের উত্তরে বিদিপ্তাও গান ধরেন। দুজনের রসায়ন জবরদস্ত ছিল এই গানে। আর সেটা মোটেই নজর এড়ায় না পরিচালক করণ জোহরের। তাঁদের গানের শেষে পরিচালক বলেন, ' এটা তোমরা গাইছিলেন নাকি সত্যিটা সামনে আনছিলে?' তাঁর কথা শুনে ওঁরা দুজনেই হেসে ফেলেন। কিন্তু সত্যি কি তাঁদের মধ্যে নতুন কোনও রসায়ন তৈরি হল? সেটা তো আজকের পর্ব দেখলেই বোঝা যাবে। আপাতত প্রোমো ভিডিয়ো থেকে এটা স্পষ্ট যে তাঁদের গান শুনে বিশেষ অতিথি তো বটেই, হিমেশ রেশামিয়া, বিশাল দাদলানি দুজনেই মুগ্ধ হয়ে গিয়েছেন।

অনেকেই এই পোস্টে কমেন্ট করেছেন। অধিকাংশ মানুষ বিদিপ্তার প্রশংসা করেছেন এখানে। এক ব্যক্তি লেখেন, 'দুজনের গানের গলাই ভীষণ সুন্দর। অল দ্য বেস্ট।' আরেক ব্যক্তি লেখেন, 'বিদিপ্তাই সেরা'।

এই গানের রিয়েলিটি শো প্রতি শনি রবিবার করে সোনি টিভিতে রাত ৮টা থেকে দেখা যায়।

বন্ধ করুন