দৃশ্যম ২ খ্যাত পরিচালক অভিষেক পাঠক চুপিসারে বিয়ে সারলেন গোয়ায়। অভিনেত্রী শিবলেখা ওবেরয়ের সঙ্গে গোয়ায় ৯ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন তিনি। তবে বিয়ে অতদিন আগে হলেও সম্প্রতি তিনি তাঁদের বিয়ের রিসেপশন পার্টি দেন। সেখানে কার্তিক আরিয়ান সহ নুসরত ভারুচা, প্রমুখ উপস্থিত ছিলেন। ছবি দেখলে এক ঝলক মনে হবে যেন সোনু কী টিটু কী সুইটির পুনর্মিলনের আসর বসেছে! কে ছিলেন না সেখানে।
মুম্বইতে এই রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন অভিষেক। সেখানে কার্তিক, নুসরত ছাড়াও সানি সিং এবং ইশিতা রাজ শর্মা উপস্থিত ছিলেন।
রিসেপশন পার্টিতে শিবলেখা একটি নীল রঙের শিমারি পোশাক পরেছিলেন। যদিও তাঁর হাতে ট্র্যাডিশনাল চূড়া ছিল। অন্যদিকে অভিষেকের পরনে ছিল সাদা শার্ট এবং কালো প্যান্ট। সঙ্গে তিনি একটি কালো জ্যাকেট পরেছিলেন তাঁদের এই বিশেষ দিনটিকে আরও বিশেষ বানিয়ে তোলার জন্য।
শিবলেখা তাঁর ইনস্টাগ্রামে রিসেপশনের এই ছবিগুলো পোস্ট করেন। ছবিতে নুসরতকে একটি স্যাটিন লাল রঙের পোশাকে দেখা যায়। অন্যদিকে কার্তিকের পরনে ছিল সাদা শার্ট এবং গ্রে প্যান্ট এবং ম্যাচ করা ব্লেজার। সানি পরেছিলেন কালো রঙে ক্যাজুয়াল পোশাক। ইশিতার পরনে ছিল কালো রঙের পোশাক। তিনি তাঁদের এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'অতঃপর তাঁরা সুখে থাকতে লাগল।'
অভিষেক এবং শিবলেখার বিয়ের অনুষ্ঠান শুর হয় ৮ ফেব্রুয়ারি থেকে, ৯ তারিখ তাঁরা সাত পাকে বাঁধা পড়েন নিকট আত্মীয়দের উপস্থিতিতে। বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, ' আপনি ভালোবাসাকে খোঁজেন না, সে আপনাকে খুঁজে নেয়। ভাগ্যের উপর অনেক কিছুই নির্ভর করে।' বিয়ের দিন তিনি একটি লাল রঙের লেহেঙ্গা পরেছিলেন, অন্যদিকে অভিষেক পরেছিলেন সাদা শেরওয়ানি।