বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aryan: গাছের নীচে চেয়ার পেতে চুল কাটছেন কার্তিক আরিয়ান! এর জন্য দিতে হল অবিশ্বাস্য মূল্য

Kartik Aryan: গাছের নীচে চেয়ার পেতে চুল কাটছেন কার্তিক আরিয়ান! এর জন্য দিতে হল অবিশ্বাস্য মূল্য

গাছের নীচে চুল কাটছেন কার্তিক আরিয়ান। 

এক কী হাল হল কার্তিক আরিয়ানের। শেষে কিনা চুল কাটতে ঠাঁই হল গাছের নীচে। অনুরাগীদের তো মাথায় হাত। দেখুন।

কারও হাতে সময় না-ই বা থাকতে পারে। বিশেষ করে তারকাদের। ব্যস্ত শিডিউলের মাঝ থেকে পার্লারের অ্যাপার্টমেন্ট বের করা কিন্তু তাঁদের জন্য মাস্ট। কিন্তু সেই কার্তিকই কি না সময়ের অভাবে বসে পড়লেন গাছের তলায়। আর সেখানেই চলল তাঁর চুলের কাটিং। সেই ভিডিয়োখানা অভিনেতার নিজেই শেয়ার করে নিলেন সমাজমাধ্যমে।

কার্তিকের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি গাছের তলায় একটি চেয়ারে বসে আছেন তিনি। গায়ে জড়ানো রয়েছে সাদা কাপড়। আর সেখানে বসেই চলছে তাঁর চুল কাটা। একটা বোর্ডও চোখে পড়ল যেখানে কোন কাটের কত খরচ সেটাও লেখা আছে। ক্যাপশনে লেখা ‘চান্দু চাম্পিয়ন হেয়ারকাট’।

ইন্টারনেট প্রায় ঝাঁপিয়ে পড়ে কমেন্ট করেছে। একজন লিখেছে, ‘মাত্র ৩ টাকায় কার্তিক হেয়ার কাট। এর থেকে ফ্রি-তেই করিয়ে নিতে।’ আরেকজন লিখলেন, ‘আমিও আসছি’। তৃতীয় জনের মন্তব্য, ‘গাছের নীচে চান্দু চাম্পিয়ন হেয়ার কাট।’ আরও পড়ুন: ১৭ দিনে ১০০০ কোটি! ‘আমাকে হলিউড থেকে ডাকছে’, দাবি জওয়ান পরিচালক অ্যাটলির

কবীর খান পরিচালনা করছেন স্পোর্টস ড্রামা চান্দু চাম্পিয়ন-এর। এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আরও পড়ুন:  ক্যাপসুল নামিয়ে প্রাণ বাঁচাল অক্ষয়! জওয়ান আটকাতে আসছে মিশন রানিগঞ্জ, এল ট্রেলার

আপাতত এই ছবির শ্যুটিং করারই কথা রয়েছে কার্তিকের। মাস ছয়েক ধরে কাজ চলার পর আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে এই সিনেমার মুক্তি পাওয়ার কথা রয়েছে। একটি সূত্র জানিয়েছে, ‘চান্দু চাম্পিয়ন স্পোর্টস ড্রামা হলেও তাতে প্রচুর পরিমানে ভিএফএক্সের কাজ থাকবে। তাই সেগুলো শেষ করা সময়সাপেক্ষ। সাজিদ ও কবীর দুজনেই নিশ্চিত তাঁদের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হতে চলেছে ছবিখানা।’

কাজের সূত্রে, কার্তিক আরিয়ানকে শেষ দেখা গিয়েছে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে। যা হিট হয় বক্স অফিসে। ১২৫ কোটির উপর ব্যবসা করে ছবিখানা। ভুল ভুলাইয়া ২-এর পর দ্বিতীয়বার এই ছবি দিয়েই একসঙ্গে কাজ করেন কিয়ারা আডবানি আর কার্তিক আরিয়ান।

কদিন আগেই অভিনেতার বাড়ির গণেশ পুজোয় আমন্ত্রিত হিসেবে দেখা যায় সারা আলি খান, মণীশ মালহোত্রা, কবির খান ও তাঁর স্ত্রী মিনি মাথুর, রাশা থাদানি, ম্রুনাল ঠাকুর, একতা কাপুর, জ্যাকি ভগনানি-সহ আরও কিছু তারকার। যে সারা আলি খানের সঙ্গে একসময় বিচ্ছেদ হয়েছিল, সেই সারা-র সঙ্গেই ফের বন্ধুত্ব দেখে অবাক হয় অনেকেই। প্রশ্ন ওঠে, ফের ডেট করছেন না তো কার্তিক আর সারা?

বায়োস্কোপ খবর

Latest News

রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো এক দশক পর 'ডেভিল' হয়ে ফিরছেন সলমন! কিক ২-এর কাজ শুরু করলেন ভাইজান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.