বচ্চন পরিবারের সঙ্গে নাকি একেবারেই বনিবনা হচ্ছে না ঐশ্বর্যর। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছে, যে গত কয়েক দিন ধরে নাকি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকছেন রাই সুন্দরী। মাঝে ৫০ কোটির প্রতীক্ষা বাংলো মেয়ে, শ্বেতার নামে লিখে দিয়েছেন অমিতাভ, এই খবরও শোনা গেছে।
শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সাথে অভিষেক-ঘরণীর অম্লমধুর সম্পর্কের ফিসফিসানির মাঝেই কেবিসির মঞ্চে ‘বহুরানি’র কথা অমিতাভের মুখে। কেবিসি-র হটসিটে আপাতত বিগ বি-র মুখোমুখি হচ্ছে খুদে প্রতিযোগিরা। সাম্প্রতিক এপিসোডে গুজরাতের কিশোরী প্রতীক্ষা শেট্টির সঙ্গে গেম খেলার সময় উঠল ঐশ্বর্যর প্রসঙ্গ।
ঠিক কী ঘটেছিল? গুজরাতের ভাপি-র বাসিন্দা প্রতীক্ষা। অমিতাভের সঙ্গে খেলা শুরুর আগে প্রতীক্ষার উদ্দেশে তাঁর বাবা বলেন, ‘কুদরে’। এই শব্দ শুনে হতবাক অমিতাভ। গুজরাতের বাসিন্দা হলেও প্রতীক্ষার মাতৃভাষা তুলু। সেই ভাষাতেই মেয়েকে উৎসাহিত করেন তাঁর বাবা। সাথে সাথে এই শব্দের অর্থ জানতে চান অমিতাভ। প্রতীক্ষা জানায়, তাঁর বাবা সবসময় মেয়েকে ‘কুদরে’ (Kudre) এবং ‘কট্টাই’ (Kattae) বলে সম্বোধন করে থাকেন। ‘কুদরে’-এর অর্থ ঘোড়া এবং কট্টাই মানে গাধা। তুলু ভাষায় এই শব্দ শিখে যারপরনাই খুশি কেবিসি-র হোস্ট।
অমিতাভ এরপর বলেন, ‘এটা তো তুলু ভাষার শব্দ তাই তো! আপনাকে অসংখ্য ধন্য়বাদ আমাকে তুলু শেখানোর জন্য়। আজ রাতে বাড়ি ফিরে আমি এই দুই শব্দ বলব, কারণ আমার বহুরানি হল তুলু। ওর উদ্দেশে তো এই দুই শব্দ বলতে পারব না, তবে বলব এই দুটো শব্দ শিখেছি আজ’।
প্রতীক্ষার বাবাকে অমিতাভ অনুরোধ করেন, মেয়েকে ঘোড়া, গাধা এমন ডাকনাম ধরে না ডাকতে। তিনি জানান, মেয়েকে ‘প্রতি’ বলেও ডাকেন তিনি। সেই নাম বেশ পছন্দ হয় অমিতাভের।
বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ যেন রোজই রঙ পালটাচ্ছে। তবে সবটাই ঘটেছে ধোঁয়াশার আস্তরন জড়িয়ে। গত মাসের শুরুতে ঐশ্বর্যর জন্মদিনে পাশে দেখা যায়নি বচ্চন পরিবারের সদস্যদের। এদিকে আবার অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে অ্যাশ পারিবারিক ছবি থেকে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দার দুই সন্তানকে বাদ দিয়ে দেন। সম্প্রতি মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতেও অভিষেককে ছাড়া একাই গিয়েছিলেন ঐশ্বর্য। অন্যদিকে বচ্চনদের দীপাবলির পুজোয় সামিল হননি অ্যাশ। ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্কে চিড় ধরা নিয়ে হুলুস্থুলুর মাঝেই বচ্চনের মুখে এল বহুরানির নাম।