দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এসে এদিন খেলবেন অভিনেত্রী তথা মডেল কিরণ মজুমদার। সাধারণ মানুষদের পাশাপাশি নিজেদের জীবনে যে তারকারাও অনেক দাদাগিরি করেন সেটাই যেন এদিন কিরণ আরও একবার প্রমাণ করে দেবেন। শোনাবেন তাঁর জীবনের একটি কাহিনি যা শুয়ে অভিভূত হয়ে যান খোদ দাদা ওরফে সৌরভও।
দাদাগিরিতে এসে কোন গল্প বলবেন কিরণ?
কিরণ মজুমদার বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় সোনার দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একই সঙ্গে তিনি এসভিএফের তরফে যে শর্টসগুলি পোস্ট করা হয় তার জনপ্রিয় অভিনেত্রীও বটে। এ হেন অভিনেত্রী তথা মডেল যার রূপ এবং মিষ্টি স্বভাবে আজ অনেকেই মুগ্ধ একটা সময় কিন্তু তিনি নিজেই নিজেকে অপছন্দ করতেন তাঁর চেহারার জন্য। আয়নার সামনে পর্যন্ত দাঁড়াতেন না।
দাদাগিরির নতুন পোস্ট হওয়া প্রোমো ভিডিয়োতে তাঁকে মঞ্চে দাঁড়িয়ে বলতে শোনা যায়, 'আমার ছোটবেলার কোনও ছবি নেই। যে মেয়েটা একটা সময় নিজেকে স্কুলের ম্যাগাজিনে দেখতে পারত না আজ সারা শহরে তাঁর হোর্ডিং। নিজেরই এটা কেমন যেন লাগে।' বলতে বলতে আবেগঘন হয়ে পড়েন তিনি। জানান, 'আমার এখনও এটা বিশ্বাস হয় না।' তাঁর সেই কথা শুনে সৌরভ বলেন, 'আমিও দেখেছি। আমার বাড়ির সামনেই বেহালা একটা বড় হোর্ডিং আছে।' এটা শুনে আপ্লুত হয়ে যান কিরণ। সবাইকে অনুপ্রেরণা দিয়ে বলেন, 'এটা আমার কাছে অনেক বড় পাওনা। আজ যদি আমি এটা পারি এটা সবাই পারে।' সৌরভ তাতে সম্মতি দেন। বলেন, 'ইচ্ছে থাকলে সব সম্ভব। শুধু নিজেকে ভালোবাসে হবে।' কিরণ সম্মতি জানান তাতে।
আরও পড়ুন: 'পরীক্ষার মতো টেনশন হচ্ছে', সৌরভের প্রশ্নের ভয়ে জুবুথুবু জগদ্ধাত্রী টিম! বিজয়ায় বাজি মারলেন কারা?
আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে কাকে চোখ মারলেন সৌরভ? ইশারা করে ডাকলেনই বা কাকে?
কী বলছেন অনুরাগীরা?
এক ব্যক্তি এই ভিডিয়োতে লেখেন, 'একদম তাই। নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে।' কেউ কেউ আবার লেখেন, 'সত্যি ইচ্ছে থাকলে সব করে দেখানো যায়।' অনেকেই আবার শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
বর্তমানে প্রতি শুক্রবার এবং শনিবার রাত ৯.৩০টা থেকে সম্প্রচারিত হয় দাদাগিরি। জি বাংলার পর্দায় দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো।