বাংলা নিউজ > বায়োস্কোপ > গাফিলতির মামলায় করোনা জয়ী কনিকা কাপুরকে নোটিস লখনউ পুলিশের

গাফিলতির মামলায় করোনা জয়ী কনিকা কাপুরকে নোটিস লখনউ পুলিশের

কনিকা কাপুর (ছবি সৌজন্যে-ইসন্টাগ্রাম)

কনিকার বিরুদ্ধে দায়ের এফআইআরের জবাব চেয়ে গায়িকাকে নোটিশ লখনউ পুলিসের। ৩০ এপ্রিলের মধ্যে থানায় এসে বয়ান রেকর্ড করতে হবে গায়িকাকে।

রবিবারই করোনা আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে নিজের বিরুদ্ধে ওঠা গালিফলিতর অভিযোগ খারিজ করে খোলা চিঠি লিখেছিলেন কনিকা কাপুর। চব্বিশ ঘন্টা পরা করার আগেই এই মামলায় কনিকাকে নোটিস ধরাল লখনউ পুলিশ। এদিন কনিকার লখনউয়ের বাসভবনে গিয়ে গায়িকাকে নোটিস দেয় সরোজিনীনগর থানার পুলিশ।আগামী ৩০ এপ্রিলের মধ্যে থানায় এসে নিজের বয়ান রেকর্ড করাতে হবে শিল্পীকে।

গত ২০শে মার্চ দেশের প্রথম হাইপ্রোফাইল করোনা আক্রান্ত হিসাবে কনিকা কাপুরের নাম সামনে আসে। তাঁর বিরুদ্ধে অভিযোগ লন্ডন থেকে ফিরে প্রয়োজনীয় সর্তকতামূলক ব্যবস্থা অবলম্বন করেননি কনিকা। আইসোলেশনে না থেকে ঘুরে বেরিয়েছেন এক শহর থেকে অন্য শহর। লখনউ পুলিশ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে আইপিসির ১৮৮,২৬৯ এবং ২৭০ ধারায় কনিকার বিরুদ্ধে তিনটি পৃথক থানায় এফআইআর দায়ের হয় ২০শে মার্চ।


এদিন পুলিশ অফিসার জেপি সিংয়ের নেতৃত্বাধীন একটি দল কনিকাকে নোটিস পৌঁছে দেয়, জানা গিয়েছে নিজের হাতেই সেই নোটিস গ্রহণ করেছেন শিল্পী। কৃষ্ণ নগরের এসিপি দীপক কুমার জানিয়েছেন 'কনিকা কাপুর তাঁর বয়না রেকর্ড করবার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে'। পুলিশ সূত্রে খবর, কনিকা নোটিস গ্রহণ করে জানিয়েছেন নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তবেই বয়ান রেকর্ড করবেন তিনি। সরোজিনী নগরের পাশাপাশি হজরতগঞ্জ ও গোমতিনগর থানাতেও কনিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে যেহেতু সেই দুই থানার অধীনস্থ জায়গাতেও ঘুরে বেড়াতে দেখা গিয়েছে কনিকাকে।

গত ১০ মার্চ ইউকে থেকে মুম্বইয়ে ফিরেন কনিকা। পরের দিন পরিবারের সঙ্গে দেখা করতে লখনউ পৌঁছান। ১৪ ও ১৫ মার্চ লখনউয়ের এক পাঁচতারা হোটেলে পার্টিতে যোগ দিয়েছিলেন বেবি ডল খ্যাত গায়িকা। ১৭ মার্চ তাঁর শরীরে প্রথম করোনার উপসর্গ দেখা যায়। ১৯ তারিখ তাঁর নমুনা পরীক্ষা করা হয়, এবং পরের দিন রিপোর্ট পজিটিভ আসে।

একটানা ১৬ দিন করোনার সঙ্গে যুদ্ধ করবার পর ৬ এপ্রিল সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফেরেন কনিকা। গতকাল নিজের করোনা জয়ের অভিজ্ঞতা এবং তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খন্ডন করে খোলা চিঠি লিখলেন কনিকা কাপুর। লেখেন, 'গোটা বিষয় সম্পর্কে অনেকরকমের তথ্য সাংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে কিন্তু এতদিন তিনি বেশকিছু কারণে চুপ করে ছিলেন। তিলি বলেন, আমি দোষ করেছি বলে চুপ ছিলাম তা নয়,আমি জনতাম সত্যিটা সামনে আসবেই এবং মানুষ নিজেরাই উপলব্ধি করবে(সত্যিটা)। আমি আমার পরিবার, বন্ধু এবং অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সময়টা দেওয়ার জন্য। আমি এখন লখনউতে আমার বাড়িতে রয়েছি। ব্রিটিশ যুক্তরাজ্য, মুম্বই এবং লখনউতে আমি যে সকল মানুষের সংস্পর্শে এসেছি তাঁদের কারুর দেহেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। সবার নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে'।

View this post on Instagram

Stay Home Stay Safe 🙏🏼

A post shared by Kanika Kapoor (@kanik4kapoor) on

আইন বিশেষজ্ঞদের মতে কনিকার সংস্পর্শে আসা কোনও ব্যক্তি করোনা পজিটিভ না হওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণের যথাযথ রাস্তা নেই পুলিশের কাছে। সেইদিক থেকে চিন্তার কোনও কারণ নেই এই তারকা সঙ্গীতশিল্পীর।


বায়োস্কোপ খবর

Latest News

WB LS Vote LIVE: মর্যাদার লড়াইয়ে সুকান্ত, আজ লোকসভা ভোট দার্জিলিং, রায়গঞ্জেও মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? ২৬ এপ্রিল ২০২৪ এর রাশিফল দেখে নিন গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.