বাংলা নিউজ > বায়োস্কোপ > Chini 2: বন্ধুত্বের 'চিনি'র স্বাদ বাড়াতে নতুন রূপে, নতুন সম্পর্ক নিয়ে আসছেন অপরাজিতা- মধুমিতা

Chini 2: বন্ধুত্বের 'চিনি'র স্বাদ বাড়াতে নতুন রূপে, নতুন সম্পর্ক নিয়ে আসছেন অপরাজিতা- মধুমিতা

আসছে মৈনাক ভৌমিকের নতুন ছবি চিনি ২

Chini 2: অসমবয়সী বন্ধুত্বের নিখাদ গল্প নিয়ে আসছে মৈনাক ভৌমিকের নতুন ছবি চিনি ২। এখানে আর মা মেয়ে নয়, বরং একদম অন্য অবতারে ধরা দিতে চলেছেন অপরাজিতা এবং মধুমিতা।

আমার, আপনার বাড়িতে মা-মেয়ের মধ্যে যে খুনসুটি, ভালোবাসা, ঝগড়ায় ভরা সম্পর্ক থাকে, একটার পর যে তাঁরা বন্ধু হয়ে ওঠেন সেই গল্পই মৈনাক ভৌমিকের চিনি ছবিতে উঠে এসেছিল। অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকারের মধ্যে একটি মিষ্টি সম্পর্ক, টানাপোড়েন তুলে ধরা এই ছবিতে। বিপুল জনপ্রিয়তা পায় এই ছবিটি। বিশেষ করে এটির গানগুলি ভীষণই জনপ্রিয়। ২০২০ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। এবার এটারই সিক্যুয়েল আসতে চলেছে।

পরিচালক মৈনাক ভৌমিকই চিনি ২ নিয়ে আসছেন। তবে তিনি জানিয়েছেন এটা কোনও সিক্যুয়েল বা প্রিক্যুয়েল নয়। বরং এখানেও ধরা পড়বে বন্ধুত্বের এক মিষ্টি কাহিনি। ফলে এই নতুন ছবিটি আগের ছবির উত্তরসূরি বলা চলে। এমনটাই অভিমত পরিচালকের।

কী দেখা যেতে চলেছে চিনি ২ তে? এই প্রসঙ্গে মৈনাক জানান, 'অপরাজিতা আঢ্যের অসুখী দাম্পত্য জীবন ধরা পড়বে এখানে। তার জেরেই তিনি সংসার ছেড়ে চলে আসেন বাবার বাড়িতে। এখানেই, অর্থাৎ তাঁর বাবার বাড়িতে একটি মেয়ে মেসভাড়া থাকেন। আর সেই মেয়েটির চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। এই দুই নারীর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে। তারপর কোন দিকে, কীভাবে তাঁদের জীবন, সম্পর্ক এগোতে থাকে সেটাই দেখা যাবে এই ছবিতে।'

কিন্তু বাংলা বিনোদন জগতে তো আকছার বন্ধুত্ব নিয়ে ছবি হচ্ছে। সেখানে আবার নতুন করে এক ভাবনার ছবির প্রয়োজনীয়তা কী ছিল? আলাদা কোথায় এই ছবি? এই প্রসঙ্গে পরিচালক বলেন, 'আসলে বন্ধুত্বের সংজ্ঞা এখন পাল্টে গিয়েছে। আগে মনে করা হতো দুজন সমবয়সী মানুষের মধ্যেই কেবল বন্ধুত্ব হয়। এখন তো আর তেমন নয়। পুরো ভাবনাই বদলে গিয়েছে। ২০২৩ -এ বন্ধুত্ব কী সেটাই আমি সোজাসাপ্টা ভাবে পর্দায় তুলে আনতে চাই।'

এই ছবিতে অপরাজিতা আঢ্য, মধুমিতা সরকার ছাড়াও থাকবেন অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, প্রমুখ। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধবেন অনির্বাণ এবং অপরাজিতা। তাঁকে এখানে অভিনেত্রীর বরের চরিত্রে দেখা যাবে। এই নতুন জুটির রসায়ন পর্দায় কতটা জমে এখন সেটাই দেখার পালা।

জানা গিয়েছে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করা হবে এই ছবির শ্যুটিং। কলকাতা তো বটেই, সঙ্গে সমুদ্রের ধারেও চলবে এই ছবির শ্যুটিং।

বন্ধ করুন